স্কুলের ভেতর থেকে ৩ বছরের শিশুর মৃতদেহ উদ্ধার হতেই রণক্ষেত্রের চেহারা নিল পাটনা । মৃত পড়ুয়ার পরিবারের তরফে আগুন লাগিয়ে দেওয়া হল স্কুলে । গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত খুন করা হয়েছে শিশুটিকে। বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে স্কুলে গিয়েছিল শিশুটি। স্কুল ছুটির পর সে আর বাড়ি ফেরেনি। স্কুলে এসে পরিবারের লোকেরা খোঁজার চেষ্টা করলে বিষয়টি এড়িয়ে যায় স্কুল কর্তৃপক্ষ। দীর্ঘক্ষণ জরাজুরি করার পর নিখোঁজ শিশুর পরিবার স্কুল চত্বরে প্রবেশ করে। অনেকক্ষণ খোঁজার পর স্কুলের পেছনের একটি নালা থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়। শিশুটির দেহ উদ্ধারের পর ব্যাপক উত্তেজনা শুরু হয় এলাকায়। মৃত শিশুর পরিবারের লোকেরা আগুন লাগিয়ে দেয় স্কুলে। জ্বালিয়ে দেওয়া হয় আশেপাশে দাঁড়িয়ে থাকা গাড়িও। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্কুলের বাকি অভিভাবকরাও। এই ঘটনা প্রসঙ্গে পটনার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট চন্দ্র প্রকাশ জানান, ‘স্কুলের সিসিটিভি (CCTV) ফুটেজে শিশুটিকে স্কুলের ভেতরে ঢুকতে দেখা গেলেও, সে আর স্কুল থেকে বের হয়নি।’ কেন স্কুল কর্তৃপক্ষ শিশুটির মৃত্যুর খবর চেপে রাখতে চেয়েছিল এবং দেহ আড়াল করার চেষ্টা করছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ৩ জনকে আটক করা হয়েছে।
Related Posts
পার্লামেন্টের দ্বারা নতুন আইনের অনুমোদন দেশের পরিবর্তন এবং এগিয়ে যাওয়ার লক্ষণ: ডিওয়াই চন্দ্রচূড়
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নতুন ফৌজদারি বিচার আইনকে সমাজের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেছেন। তিনি শনিবার বলেছিলেন যে ভারত তার ফৌজদারি বিচার ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য প্রস্তুত। একই সঙ্গে তিনি সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া না করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান। CJI চন্দ্রচূদ ফৌজদারি বিচার ব্যবস্থার প্রশাসনে ভারতের প্রগতিশীল পথের উপর […]
গ্রেফতার সম্পূর্ণ অবৈধ, ‘নিউজ ক্লিক’ কর্ণধার প্রবীর পুরকায়স্থর জামিনের নির্দেশ সুপ্রিমকোর্টের
নিউজ ক্লিক সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীর পুরকায়স্থর গ্রেফতারিকের বেআইনি বলে উল্লেখ করে মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গত বছরের ৩ অক্টোবর চিনের হয়ে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে ইউএপিএ ধারায় গ্রেফতার করা হয় প্রবীরকে, এরপর থেকে তিনি তিহাড় জেলে বন্দী ছিলেন। একই সংস্থার এইচআর অমিত চক্রবর্তীকেও বন্দি করে পুলিশ। গত বছর নিউজক্লিকের দফতর ও প্রায় ত্রিশজন সাংবাদিকের বাড়িতে […]
উত্তরপ্রদেশে তাপপ্রবাহের কারণে মির্জাপুরে ৭ জন হোমগার্ড জওয়ান সহ ১৩ জন নির্বাচনী কর্মীর মৃত্যু
মির্জাপুরে লোকসভা নির্বাচনের জন্য দায়িত্বে নিয়োজিত 7 হোমগার্ড জওয়ান সহ 13 জন নির্বাচনী কর্মীকে উচ্চ জ্বর এবং উচ্চ রক্তচাপের অভিযোগের পরে শুক্রবার মেডিকেল কলেজে মৃত ঘোষণা করা হয়েছিল। আরও ২৩ জন নির্বাচনী কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মির্জাপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. তিনি বলেন, এই সব কর্মীর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। মির্জাপুরের মা […]