মুম্বইয়ের থানের কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৬, আহত ৫৬

আজ বৃহস্পতিবার দুপুরে থানের এই কেমিক্যাল কারখানায় একটি বয়লার ফেটে যায়। জানা যাচ্ছে এই ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। আহত ৫৬। সূত্রের খবর সেখান থেকেই হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ১৫টি দমকলের ইঞ্জিন। যদিও শেষ পাও খবর অনুযায়ী, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দমকলের তরফে খবর, এই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। হঠাৎ এভাবে আগুন লাগার ফলে কারখানা সংলগ্ন কিছু বাড়ির জানলার কাঁচ ভেঙে গিয়েছে। কাছে একটি গাড়ির শোরুম রয়েছে। বিস্ফোরণের কারণে সেটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তায় বেশ কয়েকটি গাড়িও বিস্ফোরণের তীব্রতায় ভেঙে গিয়েছে। এই ঘটনায় ভেষজ কয়েকজন কর্মীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যেহেতু দিনের বেলা ঘটনা ঘটেছে তাই সেই সময়ে কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। প্রায় ২০ জনকে উদ্ধার করতে পারা গিয়েছে। রীতিমত যুদ্ধকালীন তৎপরতায় বাকিদের উদ্ধার করতে কাজ চলছে । উদ্ধার হওয়া ২০ জনের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর।

error: Content is protected !!