লোকসভা নির্বাচনের মাঝে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনেরই অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। মহিলার অভিযোগের ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে রাজভবনের কর্মীদের কয়েকজনকে চিহ্নিত করে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। যদিও একাধিকবার তাঁরা সেই হাজিরা এড়িয়েছেন। কারণ, শ্লীলতাহানির অভিযোগ জানাজানি হতেই রাজভবনের কর্মীদের গতিবিধি নিয়ে কড়াকড়ি করা হয়। তাঁরা যেন বাইরে এ বিষয়ে মুখ না খোলেন, সে বিষয়ে কার্যত ‘ফতোয়া’ জারি হয়। ফলে কর্মীরা পুলিশি জিজ্ঞাসাবাদেও হাজির হননি। পরবর্তীতে আইনজ্ঞদের সঙ্গে আলোচনা সাপেক্ষে রাজভবনের ওই কর্মীদের বিরুদ্ধে গত ১৫ মে মামলা দায়ের করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তার মধ্যে রয়েছে রাজ্যপালের ওএসডি সঞ্জীব কুমার সিংও। তাঁরা পুলিশি তদন্তের বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়ের করেন। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি ছিল। তাতে বিচারপতি জানান, রাজ্যপালের ওএসডি সঞ্জীব কুমার সিং-সহ বাকি আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হল। আগামী ১৭ জুন পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ। হেয়ার স্ট্রিট থানায় তাঁদের বিরুদ্ধে যে FIR-এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন বিচারপতি অমৃতা সিনহার। আগামী ১০ জুন পরবর্তী শুনানি।
Related Posts
‘রাজনৈতিক ফায়দা তুলতে বর্বরোচিত কাজ করেছে সিপিএম–বিজেপি’, আরজি কর হাসপাতালের ভাঙচুর নিয়ে সরব তৃণমূল সাংসদ
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে উঠেছে অভিযোগ। আর তারই প্রতিবাদে আন্দোলন চলছে রাজ্যের সব সরকারি হাসপাতালে। সেই আন্দোলনের মাঝেই মাঝরাতে আরজি কর হাসপাতালে হামলা হয়ে গেল। আর এই ঘটনায় অপরাধীদের ধরতে উঠে পড়ে লেগেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই ৯ জনের ছবি প্রকাশ করেছে কলকাতা পুলিশ। এই হামলার নেপথ্যে সিপিএম-বিজেপি যোগ […]
‘মে আই হেল্প ইউ’ বুথ খুলছে রাজ্য সরকার, রোগী পরিষেবায় অভিনব উদ্যোগ
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্য জুড়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। পরিবার-পরিজন হয়রানির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে যাতে রোগী পরিষেবায় অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে বিশেষ ‘বুথ’ খোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। সেইমতো কলকাতার সাতটি জায়গায় ‘মে আই হেল্প ইউ’ বুথ খোলার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর। জুনিয়র […]
মদ্যপান করে ডিউটি করলেই চাকরি বাতিল, সিভিক ভল্যান্টিয়ারদের বিরুদ্ধে কড়া নির্দেশিকা লালবাজারের
আরজি কর হাসপাতালে তরুণী চিকিত্সকের ধর্ষণ ও খুনে অভিযুক্ত এক সিভিক ভল্যান্টিয়ার। এনিয়ে প্রবল ক্ষোভ রয়েছে রাজ্যে। এর মধ্যেই আর এক কাণ্ড করলেন এক সিভিক। বিটি রোড সিঁথির মোড়ে চলছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ। সেই বিক্ষোভ চলাকালীন ব্যারিকেডে ধাক্কা মারে এক মদ্যপ সিভিক ভল্যান্টিয়ার। গ্রেফতার করা হয়েছে ওই সিভিককে। তাকে বরখাস্তও করা হয়েছে। এরপরই তৎপর […]