ফের ‘যৌন হেনস্থা’ কেন্দ্রীয় বাহিনীর! অভিযোগ পাওয়ার পর তৎপর নির্বাচন কমিশন। ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হল অভিযুক্ত জওয়ানকে। এবার ঘাটাল লোকসভার কেন্দ্রে ডেবরায়। আজ, শনিবার ষষ্ঠ দফা ভোট হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে এবারও তৃণমূল প্রার্থী দেব। বিপক্ষে বিজেপি হিরণ।কমিশন সূত্রের খবর, যে মহিলা অভিযোগ করেছেন, তিনি ডেববার ১২৬ নম্বর বুথের ভোটার। ওই মহিলার দাবি, যখন ভোট দিতে যান, তখন তাঁকে যৌন হেনস্থা করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এক জন। এই ঘটনায় সরব তৃণমূল। মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘বার বার অভিযোগ উঠছে। এর আগে আমার দেখেছি, হাওড়ার জাঙ্গিপাড়ায় বাড়িতে ঢুকে CRPF-র হেনস্থা। আজ ঘাটালের ডেবরা দেখছি। মহিলারা ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন, সেখানে CRPF-র হেনস্থা। যাঁরা লাইনে দাঁড়িয়ে আছে, তাঁরা যেন বিজেপির প্রতীকে ভোট দেন! সেটা করতে গিয়েই মহিলাদের হেনস্থা করা হচ্ছে’।
Related Posts
মালদায় ব্যাঙ্ক ডাকাতি ঘটনায় পুলিশের জালে ৪
গাজোলের সমবায় ব্যাঙ্কে ডাকাতির ঘটনায় ধৃত চার দুষ্কৃতী। বৃহস্পতিবার এই তথ্য দিয়েছেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। বুধবার ডাকাতির পর ঘটনাস্থল ছাড়ার সময় দুষ্কৃতীরা ঘটনাস্থলে একটি ব্যাগ ফেলে যায়। সেই ব্যাগে তিনটি সকেট বোমা রয়েছে বলে অনুমান করেছিল পুলিশের। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ মালদা থানার পুলিশ ও সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং দমকল বাহিনী […]
চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত ! বাঁশবেড়িয়ার পুরসভার কমিটি থেকে পদত্যাগ ১২ তৃণমূল কাউন্সিলরের
চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দেখিয়ে বিক্ষোভ বাঁশবেড়িয়া পুরসভায় ৷ পরে স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ ১২ জন তৃণমূল কাউন্সিলরের। চেয়ারম্যান আদিত্য নিয়োগীর বিরুদ্ধে দুর্নীতি, খারাপ ব্যবহার-সহ নানা অভিযোগে কিছুদিন আগেই অবস্থানে বসেছিলেন ১৪ জন তৃণমূল কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ দাস ও প্রিয়াঙ্কা দাস জানান, কাউন্সিলর হিসেবে তাঁরা এলাকায় কোনও কাজ করতে পারছেন না। স্ট্যান্ডিং কমিটি কাউন্সিলরদের কাছে […]
নদিয়ার রানাঘাটে জোড়া খুন, ভরসন্ধ্যায় উদ্ধার ব্যবসায়ীর সঙ্গে গাড়ি চালকের দেহ
নদিয়ার রানাঘাটে রহস্যজনক ভাবে খুন হলেন এক ব্যবসায়ী এবং তাঁর গাড়ির চালক৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম রূপক দাস(৩৪) ও সুমন চক্রবর্তী(৪০)। সুমন চক্রবর্তী পেশায় একজন ব্যবসায়ী ছিলেন, তাঁর গাড়ি চালাতেন রূপক৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুমন এবং রূপক দু জনেই রানাঘাট শহরের বাসিন্দা৷ বৃহস্পতিবার সন্ধে সাতটা নাগাদ রানাঘাট শহর থেকে কিছুটা দূরে আনুলিয়া […]