ঘূর্ণিঝড় রিমলের জেরে রবিবার রাত থেকেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগণা জেলা জুড়ে৷ প্রবল ঝড় এবং বৃষ্টির জেরে সোমবার সকালেও দুর্ভোগ অব্যাহত৷ বিভিন্ন জায়গায় রেল লাইনের উপরে গাছ ভেঙে পড়ে এবং বিদ্যুৎবাহী তার ছিঁড়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় পুরোপুরি বন্ধ রয়েছে ট্রেন চলাচল৷ ট্রেন বন্ধ রয়েছে শিয়ালদহ-হাসনাবাদ শাখাতেও৷ পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেল লাইনের উপর থেকে ভেঙে পড়া গাছ সরিয়ে এবং প্রয়োজনীয় মেরামতি কাজের পর শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন পরিষেবা চালু করতে সকাল ৯টা বেজে যাবে৷ তবে রেল পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে৷ ট্রেন পুরোপুরি বন্ধ থাকায় চরম হয়রানির মুখে পড়েছেন হাজার হাজার নিত্যযাত্রী৷ তবে শিয়ালদহ মেন শাখায় বনগাঁ, রানাঘাট, গেঁদে, ডানকুনি লাইনে চালু রয়েছে রেল পরিষেবা৷ যদিও অন্য দিনের তুলনায় দেরিতে চলছে অনেক ট্রেন৷ রবিবার রাত থেকেই বাড়তে থাকে ঘূর্ণিঝড় রিমলের দাপট৷ এর জেরে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণার বহু জায়গায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে৷ কলকাতাতেও গড়িয়াহাট, পার্ক সার্কাস, শরৎ বোস রোড সহ বিভিন্ন জায়গায় রাস্তার উপরে গাছ ভেঙে পড়ে৷
Related Posts
রাজ্যপালের সম্পর্কে কোনও কুকথা নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের
রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রসঙ্গে কোনও মানহানিকর বা ভুল মন্তব্য নয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-সহ রাজ্যের আরও বাকি তিন তৃণমূল নেতা-নেত্রীকে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী ছাড়া বাকি তিনজন হলেন দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রায়াত হোসেন সরকার এবং দলের নেতা প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও এই নির্দেশ দিয়েছেন। রাজ্যপালের অভিযোগ, মুখ্যমন্ত্রীর […]
বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে শহর কলকাতা এবং জেলাজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি থাকবে বুধবার পর্যন্ত। গত কয়েকদিনে তাপমাত্রাও বেড়েছে কিছুটা। তবে বৃহস্পতিবার থেকে জেলাজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে […]
‘ওই দিনই Postmortem না হলে রক্তগঙ্গা বইবে, হুমকি নির্যাতিতার কাকা তথা প্রাক্তন কাউন্সিলরের’, বিস্ফোরক দাবি আরজিকরের চিকিৎসকের
আরজিকর কাণ্ডে ময়নাতদন্তে তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল প্রথম থেকেই। এবার সেই প্রক্রিয়া নিয়ে বিস্ফোরক দাবি করলেন আরজিকর হাসপাতালের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক-চিকিৎসক অপূর্ব বিশ্বাস। রবিবার সিবিআই দপ্তর থেকে বেরিয়ে তিনি জানালেন, তড়িঘড়ি ময়নাতদন্ত করতে চাপ দিয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর। ‘রক্তগঙ্গা’ বওয়ানোর হুমকি দিয়েছিলেন তিনি। তবে কোন ওয়ার্ডের কাউন্সিলর সেই ব্যক্তি, তা জানাতে পারেননি ফরেনসিক মেডিসিনের […]