রেল পরিষেবা শুরু হল শিয়ালদহ ডিভিশনে। পূর্ব রেলের তরফে এমনটাই জানান হয়েছে। এই বিষয়ে পূর্ব রেল জানাচ্ছে, সকাল ৯টা থেকে শিয়ালদা ডিভিশনের দক্ষিণ শাখায় ট্রেন চলাচল শুরু হয়েছে। এছাড়া শিয়ালদা ডিভিশনের অন্য সমস্ত সেকশনেও ট্রেন পরিষেবা স্বাভাবিক দিনের মতোই আবারও চালু করা গিয়েছে। একটা সময় জানা গিয়েছিল, সোমবারও শিয়ালদা ডিভিশনে বাতিল থাকতে পারে একাধিক ট্রেন। ডায়মন্ড হারবার, নামখানা, ক্যানিং, বজবজ, হাসনাবাদ, মাঝেরহাট, হাসনাবাদ, বনগাঁ সহ একাধিক লাইনে একগুচ্ছ ট্রেন বাতিল করা হতে পারে বলে শোনা যাচ্ছিল। যদিও পরবর্তীতে পূর্ব রেল স্বাভাবিক পরিষেবা শুরু হয়েছে বলে জানিয়ে দেয়। ঘূর্ণিঝড় রিমেলের দুর্যোগের জেরে রবিবার রাত ১১টার পর থেকেই কার্যত থমকে যায় শিয়ালদা দক্ষিণ শাখার লোকাল ট্রেন পরিষেবা। শিয়ালদা দক্ষিণ শাখায় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেনগুলি। এমকী সোমবার সকালেও একাধিক ট্রেনগুলিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে সকাল ৬টা পর্যন্ত ট্রেন বন্ধ থাকবে বলে শোনা গিয়েছিল। কিন্তু শিয়ালদা দক্ষিণ শাখায় একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে লাইনের উপরে। যার জেরে সকাল ৬টাতেও ট্রেন চাালান সম্ভব হয়নি। পরবর্তীতে জানা যায় সকাল ৯টা নাগাদ চালু হতে পারে পরিষেবা। তারপরেই রেলের তরফে পরিষেবার শুরু হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়। এদিকে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ায় বহু মানুষকে স্টেশনে বা ট্রেনেই রাতটা কাটাতে হয়। রাতে খাওয়াদাওয়া সেভাবে পাওয়া যায়নি বলেও কেউ কেউ অভিযোগ করছেন। সবচেয়ে বেশি হয়রানির মধ্যে পড়তে হয় দূরের যাত্রীদের। আবার যাঁদের আজ সোমবার সকালে নিজ নিজ কর্মস্থলে কাজে যোগ দেওয়ার কথা, দুর্ভোগের মুখে পড়েন তাঁরাও। বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় থাকলেও, চলেনি ট্রেন। ফলে নির্দিষ্ট সময়ে কাজে যোগ দিতে পারেননি বহু যাত্রীই। তবে রেল পরিষেবা চালু হলেও, ভোগান্তি মেট্রোতে।
Related Posts
চিকিৎসার জন্য ‘সাময়িক বিরতি’র শেষে কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
মাসখানেক আগে এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়ে রাজনীতি থেকে সাময়িক বিরতি চেয়েছিলেন। পরে চিকিৎসার জন্য উড়ে যান বিদেশে। একুশে জুলাইয়ের ঠিক আগে আগে কলকাতায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে দমদম বিমানবন্দরে নামেন অভিষেক। লোকসভা ভোটের ফলপ্রকাশের পর গত ১২ জুন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে রাজনীতি থেকে সাময়িক বিরতি চান অভিষেক। […]
সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে মামলা হাইকোর্টে
আরজি করের ঘটনায় সিবিআই নজরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বুধবার ষষ্ঠবার তিনি সিজিও কমপ্লেক্সে গিয়েছেন। এবার কি আরও বিড়ম্বনায় সন্দীপ? তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ আরও একাধিক দুর্নীতির অভিযোগ এনে ইডি তদন্তের আর্জি জানিয়ে মামলার আবেদন করা হল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের এজলাসে। অন্যদিকে, আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি অতীতে একাধিক অভিযোগ তুলেছিলেন […]
মধ্যরাতে আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৯জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ
আরজি কর হাসপাতালে বুধবার মধ্যরাতে ভাঙচুর চালায় কিছু দুষ্কৃতী। সেই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে কলকাতা পুলিশ। সূত্রের খবর, যারা গ্রেফতার হয়েছে তাদের প্রায় সবাই (DYFI) বামপন্থী পরিবারের সদস্য। হামলার সময় ভিডিও এবং ছবিতে DYFI এর পাতাকাও দেখা যাচ্ছে। ভাঙচুরের সময়কার ছবি দিয়ে কয়েকজনকে চিহ্নিত করে সমাজ মাধ্যমে শেয়ারও করেছে […]