লোকসভার প্রচারে গিয়ে বিপত্তি। কোনওমতে রক্ষা পেলেন রাহুল গান্ধী। সোমবার বিহারে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কংগ্রেস নেতা। সেখানে ভেঙে পড়ে মঞ্চ। কোনওমতে জখম হওয়ার হাত থেকে বাঁচেন রাহুল।রাহুল গান্ধী সুস্থ রয়েছেন বলেই খবর। তাঁর কোনও চোট আঘাত লাগেনি। এদিন বিহারের পালিগঞ্জে একটি জনসভা করেন তিনি। সেখানে প্রচুর জনসমাগম হয়েছিল। মঞ্চেও উপস্থিত ছিলেন প্রচুর কংগ্রেস নেতা-কর্মী। রাহুল মঞ্চে উঠতেই ‘জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করেন উপস্থিত সকলে। রাহুলও তাঁদের হাত নেড়ে অভিভাদন জানান। সেই সময়ই মঞ্চটি ভেঙে পড়ে। হুড়মুড়ি পড়ে যাওয়ার হাত থেকে সকলেই নিজেদের সামলে নেন। নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধরে ফেলেন মঞ্চে উপস্থিত সকলেই। রাহুলকেও দেখা যায় আশপাশের সকলকে সাহায্য করতে। এরপর উঠে কয়েক পা এগোতে না এগোতেই ফের বসে যায় মঞ্চের সামনের অংশ। কোনওমতে হোঁচট খাওয়ার হাত থেকে রক্ষা পান রাহুল। নিজেকে সামলে নিয়েই ফের একবার সকলের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় কংগ্রেস নেতাকে। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছে তাঁর সমর্থক-অনুগামীরা।
Related Posts
বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় যুবকের যৌনাঙ্গ ছুরি দিয়ে কেটে দিল প্রেমিকা
বিয়েতে রাজী না হওয়ায় প্রেমিকের যৌনাঙ্গ কেটে দিল প্রেমিকা। ঘটনাটি ঘটেছে বিহারের সরণ জেলায়। জানা গিয়েছে বেশ কয়েক বছর ধরেই উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এরপর প্রেমিকা অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে প্রেমিককে সে বিবাহে জোর দেয়। তবে প্রেমিক বিয়ে করতে অস্বীকার করে। এরপরই প্রেমিকের যৌনাঙ্গ কেটে টয়লেটে ফ্ল্যাশ করে দেয় প্রেমিকা। ঘটনার পর পুলিশ অভিযুক্ত প্রেমিকাকে […]
ওড়িশায় তাপপ্রবাহে ৯৯ জনের মৃত্যু
তাপপ্রবাহের জেরে চরম পরিস্থিতির মুখোমুখি গোটা দেশ। দাবদহে ওড়িশায় ৯৯ জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশ, পঞ্জাব, রাজস্থান, চন্ডীগড়ে শোচনীয় অবস্থা। অন্যদিকে তীব্র জলকষ্টে ভুগছে দিল্লি। চরম তাপপ্রবাহ পরিবেশের উপর ব্যাপক প্রভাব ফেলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দিল্লিতে জলের ঘাটতি সঙ্কটকে আরও বাড়িয়ে তুলেছে, লোকেরা শহরের বিভিন্ন অংশে জলের জন্য হাহাকার করছে।ওড়িশায় ৯ জন সম্ভবত হিট স্ট্রোকে […]
কংগ্রেসের সঙ্গ ত্যাগ, হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল আপ
কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না আম আদমি পার্টির ৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশও করল আপ। প্রথম তালিকায় ২০ জন প্রার্থীর নাম রয়েছে। এই তালিকা প্রকাশের পাশাপাশি, আপ হরিয়ানার সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও ঘোষণা করেছে ৷ এরই সঙ্গে কেজরিওয়ালের দল এও স্পষ্ট করে দিয়েছে, হরিয়ানার নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও জোট হবে না। […]