অরুণাচলে একচ্ছত্র আধিপত্য নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে ভারতীয় জনতা পার্টি, সিকিমেও পরিবর্তন হল না। রবিবার দক্ষিণ- পূর্বের দুই রাজ্য অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচনে ভোটগণনা ছিল। বেলা গড়াতেই দেখা যায় অরুণাচল প্রদেশে মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর নেতৃত্বে আবার এক বার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। অন্য দিকে সিকিমে টানা দ্বিতীয় বার ক্ষমতায় আসতে চলেছে মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাংয়ের দল সিকিম ক্রান্তিকারী মোর্চা।
Related Posts
ত্রিপুরায় ভোট প্রচারে আসছেন মোদি-শাহ
ত্রিপুরার ২টো লোকসভা কেন্দ্রের একটাও কোনওভাবেই যাতে হাতছাড়া না হয় সেটা নিশ্চিত করতে আদাজল খেয়ে নেমেছে শাসক বিজেপি জোট। ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের ভোটের আগেই ত্রিপুরায় ছুটে আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদির আসার কথা ১৫ এপ্রিল, অমিত শাহ আসবেন ১০-এ। এমনটাই খবর বিজেপি সূত্রের। দুজনেই একজোড়া করে সভা […]
ঘূর্ণিঝড়ের প্রভাবে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত, গত ৪ দিনে প্রবল বৃষ্টি ও ভূমিধসের জেরে মৃত ৪১
ঘূর্ণিঝড়ের প্রভাবে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত। গত চার দিনে প্রবল বৃষ্টি, হড়পা বান ও ভূমিধসের জেরে অন্তত ৪১ জনের মৃত্যুর খবর মিলেছে। ক্ষতিগ্রস্ত দু’লক্ষের বেশি মানুষ। অসমের বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। উত্তর-পূর্বের সবচেয়ে বড় এই রাজ্যের ন’টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় এখনও পর্যন্ত ছ’জনের মৃত্যু হয়েছে। ব্রহ্মপুত্র, বরাক ও কোপিলি সহ অসমের বিভিন্ন […]