অরুণাচলে নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে বিজেপি, সিকিমে টানা দ্বিতীয় বার এসকেএম

অরুণাচলে একচ্ছত্র আধিপত্য নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে ভারতীয় জনতা পার্টি, সিকিমেও পরিবর্তন হল না। রবিবার দক্ষিণ- পূর্বের দুই রাজ্য অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচনে ভোটগণনা ছিল। বেলা গড়াতেই দেখা যায় অরুণাচল প্রদেশে মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর নেতৃত্বে আবার এক বার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। অন্য দিকে সিকিমে টানা দ্বিতীয় বার ক্ষমতায় আসতে চলেছে মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাংয়ের দল সিকিম ক্রান্তিকারী মোর্চা।

error: Content is protected !!