বারাসতের পুনর্নিবাচনে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী

সকাল থেকেই বুথমুখী হচ্ছিলেন না ভোটারদের একাংশ । তাঁদের সাহস যোগাতে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা কাশেম আলি ৷ তাঁর উপস্থিতিতে তীব্র উত্তেজনা ছড়াল কদম্বগাছির সরদার পাড়া এলাকায় । বাড়ি বাড়ি গিয়ে হাক ডাক দিয়ে ভোটারদের বুথমুখী করার চেষ্টা করতেই পুলিশের বাধার মুখে পড়লেন তিনি। শুরু হয় বচসা। তুমুল বাকবিতণ্ডায় পরিস্থিতি ক্রমেই তপ্ত হয়ে উঠল এলাকা । শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ওই বিজেপি নেতাকে ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করে দেয় বলে অভিযোগ। ঘটনার জেরে পুনর্নির্বাচনের দিনও সরগরম হয়ে ওঠে বারাসত লোকসভার কদম্বগাছির 61 নম্বর বুথ চত্বর ।

error: Content is protected !!