সকাল থেকেই বুথমুখী হচ্ছিলেন না ভোটারদের একাংশ । তাঁদের সাহস যোগাতে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা কাশেম আলি ৷ তাঁর উপস্থিতিতে তীব্র উত্তেজনা ছড়াল কদম্বগাছির সরদার পাড়া এলাকায় । বাড়ি বাড়ি গিয়ে হাক ডাক দিয়ে ভোটারদের বুথমুখী করার চেষ্টা করতেই পুলিশের বাধার মুখে পড়লেন তিনি। শুরু হয় বচসা। তুমুল বাকবিতণ্ডায় পরিস্থিতি ক্রমেই তপ্ত হয়ে উঠল এলাকা । শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ওই বিজেপি নেতাকে ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করে দেয় বলে অভিযোগ। ঘটনার জেরে পুনর্নির্বাচনের দিনও সরগরম হয়ে ওঠে বারাসত লোকসভার কদম্বগাছির 61 নম্বর বুথ চত্বর ।
Related Posts
২৮ ঘড়া গঙ্গা জল ও দেড় মণ দুধে জগন্নাথ দেবের স্নানযাত্রা মাহেশে
স্নানযাত্রা হল মাহেশের জগন্নাথ দেবের। প্রতি বছরই মহা সমারোহে এই স্নানযাত্রা চলে৷ আর এবার মোক্ষযোগ৷ সেই কারণে, আরও উচ্ছ্বাস, ব্যস্ততা ভক্তদের মধ্যে। সাত সকালেই প্রচুর মানুষ ভিড় করেছিলেন মাহেশে। মোক্ষ যোগে জগন্নাথ দেবের স্নানযাত্রা। সেই কারণে আয়োজনও ছিল ঘটা করে। ২৮ ঘড়া গঙ্গা জল আনা হয় জগন্নাথ দেবের জন্য৷ এছাড়াও দেড় মন দুধ। দুধ আর […]
অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগের পর অপসারিত মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমার
আসন্ন লোকসভা নির্বাচনের মুখে সোমবার হঠাৎই অপসারিত হলেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমার। জাতীয় নির্বাচন কমিশনের তরফে সোমবার এই নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকাকে চিঠি পাঠিয়ে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনের সঙ্গে যুক্ত নয় এমন কোনো পদে বদলি করতে হবে মুকেশ কুমারকে। অপসারণের নির্দেশের পরই ওই আইপিএস অফিসারকে তীব্র আক্রমণ করেছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের […]
দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৪, আর্থিক সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর
আজ বৃহস্পতিবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা। দিঘা বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনায় কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হল ৪ পর্যটকের। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৭ টা নাগাদ দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা দইসাই বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায়। সূত্রে খবর, কাঁথি থেকে একটি বেসরকারি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। অপর দিক থেকে নদীয়া জেলা […]