তেলেগু দেশম পার্টির সভাপতি এন চন্দ্রবাবু নাইডু ১২ জুন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। অনুষ্ঠানটি হবে অমরাবতীতে। এতে নরেন্দ্র মোদী এবং নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার অনেক মন্ত্রী থাকবেন। নাইডুর শপথ অনুষ্ঠান আগে ৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মোদির শপথ অনুষ্ঠানের কারণে তা স্থগিত করা হয়েছে। চতুর্থবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন চন্দ্রবাবু নাইডু। এর আগে, তিনি ১ সেপ্টেম্বর ১৯৯৫, ১১ অক্টোবর ১৯৯৯ এবং ৮ জুন ২০১৪-এ তিনবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। ২০১৯ সালে, YSRCP সভাপতি জগন মোহন রেড্ডি বিজয় নিবন্ধন করে তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিলেন। সূত্রের খবর, শপথ গ্রহণের দিন অমরাবতীকে রাজ্যের রাজধানী করার ঘোষণা দিতে পারেন নাইডু। ২ জুন, তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশের যৌথ রাজধানী হিসাবে হায়দ্রাবাদকে রাখার ১০ বছরের চুক্তি শেষ হয়। বর্তমানে, অন্ধ্রই দেশের একমাত্র রাজ্য যার রাজধানী নেই।
Related Posts
তামিলনাড়ুর সরকারি স্কুলে চালু হল ব্রেকফাস্ট প্রকল্প, পড়ুয়াদের সঙ্গে বসে খেলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে পড়ুয়াদের জন্য সকালের টিফিন দেওয়ার প্রকল্প চালু করলেন। রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কে কামরাজের জন্মবার্ষিকী উপলক্ষে আজ থেকে ব্রেকফাস্ট প্রকল্পটি চালু করলেন এম কে স্ট্যালিন। ১৫ জুলাই রাজ্যে ‘কালভি ভালরচি নাল’ (শিক্ষা উন্নয়ন দিবস) হিসাবে পালিত হয়। স্ট্যালিন নিজে আজ সকালে স্কুলের বাচ্চাদের সঙ্গে বসে সকালের খাবার […]
হেমা-কমিটির রিপোর্টে অস্বস্তিতে কেরালা CPIM, বিজয়ন সরকারকে তোপ জেপি নাড্ডার
মালয়ালম চলচ্চিত্র জগতে আলোড়ন ফেলেছে হেমা-কমিটি রিপোর্ট। তার জেরে অস্বস্তিতে কেরালার CPIM সরকার। এ নিয়ে বিজয়ন সরকারকে একহাত নিলেন BJP-র জেপি নাড্ডাও। হেমা-কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে কী ভাবে কর্মক্ষেত্রে হেনস্থা, লিঙ্গ বৈষম্য এবং মহিলাদের উপর নির্যাতনের মতো ঘটনা ঘটে। যা তীব্র বিতর্ক তৈরি করেছে মালয়ালম চলচ্চিত্র জগতে। BJP-র সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি […]
উত্তরপ্রদেশের শাহজাহানপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের উপর উঠে গেল ট্রাক, মৃত ১১
হাইওয়ের ধারে ধাবায় দাঁড়িয়েছিল বাস। খেতে নেমেছিলেন অনেকে। হঠাৎ একটা তীব্র ঝাঁকুনি। বাসের উপরে উঠে গেল ট্রাক। চাপা পড়ে মৃত্যু হল ১১ যাত্রীর। আহত আরও কমপক্ষে ১০ জন। শনিবার রাতে উত্তর প্রদেশের শাহজাহানপুরে একটি বাস-ট্রাকের সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার ধারে ধাবায় দাঁড়িয়ে থাকা বাসের উপরে উল্টে যায়। চাপা পড়ে মৃত্যু হয় ১১ জনের। […]