প্রয়াত হলেন মিডিয়া ব্যক্তিত্ব এবং রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাও। শনিবার ভোর ৪.৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হায়দ্রাবাদের স্টার হাসপাতালে ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৫ জুন থেকে আইসিইউতে ভর্তি ছিলেন রামোজি। তিনি হার্ট সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। রামোজি রাও-এর মৃতদেহ রামোজি ফিল্ম সিটিতে তাঁর বাসভবনে রাখা হয়েছে। এখানে তার পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। রামোজি রাওকে রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করার ঘোষণা দিয়েছে তেলেঙ্গানা সরকার। রামোজি রাও মিডিয়ার ক্ষেত্রে একটি বড় নাম ছিল। তিনি ১৯৬২ সালে রামোজি গ্রুপ প্রতিষ্ঠা করেন, যার মধ্যে রয়েছে রামোজি ফিল্ম সিটি, হায়দ্রাবাদে অবস্থিত বিশ্বের বৃহত্তম ফিল্ম স্টুডিও, উষা কিরণ মুভিজ, ময়ূরী ফিল্ম ডিস্ট্রিবিউটরস, মার্গাদর্শী চিট ফান্ড এবং ডলফিন গ্রুপ অফ হোটেল। রামোজি টেলিভিশন চ্যানেলের ETV নেটওয়ার্ক এবং তেলেগু সংবাদপত্র Eenadu-এরও প্রধান ছিলেন। ২০১৬ সালে সাংবাদিকতা, সাহিত্য এবং শিক্ষায় অবদানের জন্য রামোজিকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ দেওয়া হয়। রামোজি রাওয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স-এ তাঁর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন- ‘রামোজি রাওয়ের মৃত্যু খুবই দুঃখজনক। তিনি ছিলেন একজন দূরদর্শী যিনি ভারতীয় গণমাধ্যমে বিপ্লব ঘটিয়েছিলেন। সাংবাদিকতা ও চলচ্চিত্র জগতে তিনি অমর চিহ্ন রেখে গেছেন। তিনি মিডিয়া এবং বিনোদন জগতে উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্বের জন্য নতুন মান স্থাপন করেছেন। রামোজি রাও ভারতের উন্নয়নের প্রতি অনুরাগী ছিলেন। আমি ভাগ্যবান যে আমি তার সাথে যোগাযোগ করার অনেক সুযোগ পেয়েছিলাম।’
Related Posts
উত্তরপ্রদেশের লখনউয়ে জুনিয়র ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে ধর্ষণ, পলাতক অভিযুক্ত সিনিয়র ছাত্র
জুনিয়র ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে হাত, পা-বেঁধে ধর্ষণ করে বিশ্ববিদ্যালয়ের ওই সিনিয়র ছাত্র ৷ ডক্টর ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ওই ছাত্রীকে তারপর অর্ধনগ্ন অবস্থায় গাড়ি থেকে রাস্তায় ফেলে দেয় অভিযুক্ত ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের ৷ শনিবার সিকান্দ্রা এলাকার রাস্তায় ওই ছাত্রীকে জোর করে তোলা হয় ৷ এরপর তাঁকে হাত ধরে টেনে জোর করে গাড়িতে […]
হাথরস পদপিষ্ট কাণ্ডে স্বজনহারাদের সঙ্গে সাক্ষাৎ রাহুলের
শুক্রবার ভোরেই নয়া দিল্লি থেকে উত্তর প্রদেশের হাথরসের উদ্দেশে রওনা দেন লোকসভার বিরোধী দলনেতা। গত সোমবার হাথরসে এক ধর্মগুরুর সৎসঙ্গে পদপিষ্টের ঘটনায় ১২১ জনের মৃত্যু হয়েছে। যার অধঘিকাংশই মহিলা, কয়েকজন শিশুও রয়েছে। এদিন, হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল। হাথরসের পথে আলিগড়ের পিলাখনা গ্রামে থামে তাঁর কনভয়। এই গ্রামেও পদপিষ্ট হয়ে নিহত হওয়া বেশ কয়েকজনের […]