অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তীর শুটিং চলাকালীন একটি রেস্তরাঁর মালিক ও কর্মীদের সঙ্গে বচসা এবং মারধরের যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে । সিপিএম, বিজেপি, কংগ্রেস এই নিয়ে তৃণমূলের সমালোচনা করেছে৷ অন্যদিকে তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, ‘‘সোহম ঠান্ডা মাথার ছেলে ৷ আশা করি হোটেল মালিকের সঙ্গে কথা বলে মীমাংসা করে নেবেন ।’’ তিনি আরও বলেন, ‘‘এই ঘটনা ঠিক কী হয়েছে আমি জানি না । তবে আপনারা যা বলছেন, তেমনটা হলে অন্যায় করেছে । সোহম কিন্তু খুব ঠান্ডা মাথার ছেলে । আশা করছি যাঁর সঙ্গে গন্ডগোল হয়েছে, আলোচনা করে মীমাংসা হয়ে যাবে । ও সচরাচর মাথা গরম করে না ৷ তবে কোনও কারণে হয়তো হিট অফ দা মোমেন্ট হয়ে গিয়েছে ।’’
Related Posts
‘জরুরি বিভাগে হামলা হয়, সেমিনার রুম ‘সম্পূর্ণ অক্ষত আছে, কেউ স্পর্শ পর্যন্ত করে হয়নি’, আরজি কর হামলায় স্পষ্ট করল কলকাতা পুলিশ
স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজপথে নেমেছিল নাগরিক সমাজ। আর সেই রাতেই প্রতিবাদ কর্মসূচির মাঝে আরজি কর হাসপাতালে চলল বহিরাগতদের তাণ্ডব। এই হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। বুধবার মাঝরাতের ঘটনায় প্রায় কোটি টাকার সম্পত্তি নষ্ট আরজি কর হাসপাতালে বলে খবর। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে, হাসপাতালের চারতলায় ফুসফুস এবং চেস্ট বিভাগের যে সেমিনার […]
মধ্যরাতে আচমকা জোর করে আরজি কর হাসপাতালের ভিতরে ঢুকে ভাঙচুর, বাদ গেল না পুলিশের গাড়িও, আহত একাধিক পুলিশকর্মী
নারীদের রাত দখলের রাতে কেন্দ্র করে বিশাল জমায়েত আরজি কর হাসপাতালের সামনে। প্রচুর মানুষ আরজি কর হাসপাতালের ভিতরে ঢোকেন। ভিতর থেকে আন্দোলনকারীরা বহিরাগত আন্দোলনকারীদের ভিতরে ঢুকতে বারণ করেন। আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত, তাই প্রতিবাদের ঝাঁঝও বেশি ছিল আরজি করের সামনে। প্রচুর মানুষ আরজি করের সামনে থেকে মশাল নিয়ে মিছিল […]
‘আমার বিরুদ্ধে বাংলাদেশ করার চেষ্টা হচ্ছে’ আরজি কাণ্ডে বড় আশঙ্কা মমতার, ‘বাম–রামের’ চক্রান্তের বিরুদ্ধে মিছিল হবে
কলকাতা মেডিক্যাল কলেজে শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ। এসবের মধ্য়েই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দাবি করেছেন যে বিরোধী দলগুলি রাজ্যে ‘বাংলাদেশের মতো আন্দোলন’ সংগঠিত করে তার কাছ থেকে ‘ক্ষমতা ছিনিয়ে নিতে’ চাইছে। […]