উত্তরাখণ্ডের হিমালয় পার্বত্য এলাকায় তুষারধসের একাধিক ছবি সামনে আসছে। চোরাবারি হিমবাহের প্রায় চার কিলোমিটার উপরে কেদারনাথ এলাকাতেও এবার সেই তুষারধসের ছবি দেখা গিয়েছে। জানা যাচ্ছে, ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির কারণেই হিমালয় পার্বত্য অঞ্চলে এমন তুষারধস দেখা দিচ্ছে। পাশাপাশি এই ঘটনাকে বিজ্ঞানীরা অবশ্য স্বাভাবিক বলেই মনে করছেন। সম্প্রতি কেদারনাথ অঞ্চলে হিমালয় পর্বতশ্রেণীতে হিমবাহের একাংশ ভেঙে পড়ার একটি ছবি সামনে এসেছে। তথ্য অনুযায়ী, চোরাবারি হিমবাহ থেকে প্রায় চার কিলোমিটার উচ্চতায় এমন ঘটনা দেখা গিয়েছে। যার জেরে এখানে বড় তুষারধসের ঘটনাও ঘটেছে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যদিও জানা গিয়েছে, হিমালয়ের উঁচু এলাকায় হিমবাহ ভেঙে যাওয়ার কারণেই তুষারধসের ঘটনা ঘটেছে। হিমবাহ ভেঙে পড়ার পর নীচের খাদে বিশাল বরফের চাঁই পড়ে থাকতেও দেখা গিয়েছে ৷ রবিবার এই তুষারধসের ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে ৷ জানা গিয়েছে, এই দৃশ্য কেদারনাথ মন্দির থেকেও দেখা গিয়েছে ৷ অনেকে তাদের মোবাইলে সেই দৃশ্য রেকর্ডও করেছেন। আসলে চোরাবাড়ি হিমবাহ কেদারনাথ মন্দিরের ঠিক পিছনে অবস্থিত। এই হিমবাহ থেকেই তুষারধস হয়েছে বলে জানা যাচ্ছে। এই চোরাবারি হিমবাহকেই 2013 সালে কেদারনাথ বিপর্যয়ের জন্য দায়ী করা হয়েছিল ৷ অতিবৃষ্টির কারণে এই হিমবাহে অতিরিক্ত জল ভরতি হয়ে আচমকা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সম্ভবত এ কারণেই এখন এই হিমবাহ এলাকায় তুষারধসের ঘটনা ঘটলে তা নিয়ে সকলেই শঙ্কিত হয়ে পড়েন ৷
Related Posts
অরুণাচল প্রদেশে ভয়াবহ ধস
অরুণাচল প্রদেশে ভয়াবহ ধস। অরুণাচলের দিবাং ভ্যালিতে ধসের জেরে আতঙ্ক ছড়ায়। তার জেরে চিন সীমান্তের সঙ্গে যোগাযোগকারী জাতীয় সড়কও ভেসে যায়। অরুণাচল প্রদেশে ধসের জেরে সাবধানতা জারি করে প্রশাসন। আগামী ৩ দিনের মধ্যে ওই জাতীয় সড়ক সারিয়ে তোলা হবে বলে জানানো হয়। অরুণাচল প্রদেশে ধস নামার জেরে যে ভিডিয়ো প্রকাশ্যে আসে, তা সোশ্যাল মিডিয়ায় হু […]
লোকসভায় নরেন্দ্র মোদিই নেতা, সংসদীয় বৈঠকে একমত এনডিএ-র শরিকরা
রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। বুধবারই তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সূত্রের খবর, শুক্রবার রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের জন্য আবেদন জানানো হবে। তার আগে শুক্রবার সকালে চলছে এনডিএ-র সংসদীয় বৈঠক। সংসদ ভবনের সেন্ট্রাল হলে এনডিএ-এ নব নির্বাচিত সাংসদরা বসেছেন বৈঠকে। বৈঠকের সূচনা হয় জে পি নাড্ডার বক্তব্য দিয়ে। তারপরেই রাজনাথ […]
একই ফ্রেমে মোদি-রাহুল! সংসদের চা চক্রে বিরল ছবি
রাজনীতিতে তাঁরা একে অপরের চরম বিরোধী। একে অপরকে আক্রমণ পালটা আক্রমণ করতে কেউ পিছুপা হন না। কিন্তু, সেই বিরোধকে সরিয়ে কিছু সময়ের জন্য একই ফ্রেমে দেখা গেল প্রধানমন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। শুধু একই ফ্রেমে তাদের দেখাই গেল না একে অপরকে তাঁরা অভিবাদনও জানালেন। এমনই বিরল ছবি ধরা পড়ল সংসদ চত্বরে একটি সর্বদলীয় […]