লোকসভা ভোটের প্রচারে এক মাসের অতিরিক্ত মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট মিটে যাওয়ার পর মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। মে মাসের পরিবর্তে এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা। জুলাই মাসে বেতনের সঙ্গে সেই ৪ শতাংশ ডিএ পাবেন তাঁরা। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে রাজ্যের অর্থ দফতর। লোকসভা ভোটের প্রচারে মমতা বলেছিলেন, ‘‘সরকারি কর্মীদের ১ মে থেকে বর্ধিত হারে ডিএ দেওয়া হবে। টাকা পাবেন ১ জুন। আমি আলোচনা করে ঠিক করলাম, ১ মে থেকে নয়, ১ এপ্রিল থেকে টাকাটা দেব। ১ মে যখন বেতনের টাকাটা হাতে পাবেন, তখন সঙ্গে সেই বর্ধিত ভাতাও পাবেন।’’ সেই প্রতিশ্রুতি এ বার পূরণ করলেন মমতা। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।
Related Posts
দায়িত্ব নিয়েই নিরাপত্তা খতিয়ে দেখতে আরজিকরে কলকাতার পুলিশের নয়া কমিশনার, বৈঠক করলেন অধ্যক্ষের সঙ্গেও, পুজোর নিরাপত্তা নিয়ে বৈঠকের ডাক
আরজিকর কাণ্ডের জেরেই রাজ্য পুলিশে বড় রদবদল। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেন। কলকাতার নতুন নগরপাল হন মনোজ বর্মা। দায়িত্ব পেয়েই একের পর এক পদক্ষেপ, সিদ্ধান্ত। দায়িত্ব পেয়েই জোরকদমে কাজে নেমে পড়েছেন কলকাতার নতুন নগরপাল মনোজ ভার্মা। একদিকে আরজি কর এবং অন্যদিকে উৎসবের মরশুম। তাই দায়িত্ব […]
৩২ জনের প্রতিনিধিত্ব মানল রাজ্য, তবে লাইভ না! লাইভ স্ট্রিমিংয়ের বিষয়ে অনড় জুনিয়র চিকিৎসকরা, নবান্নে দেড় ঘণ্টা অপেক্ষায় মুখ্যমন্ত্রী
নবান্নে এসে পৌঁছল ৩২ জন জুনিয়র ডাক্তার। আন্দোলনকারীদের শর্ত মেনে ৩০ জনকে নবান্নের সভাঘরে প্রবেশের অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে লাইভ স্ট্রিমিং হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে লাইভ সম্প্রচারের ব্যাপারে চিকিৎসকরা কেন সম্প্রচার করতে চাইছেন সেটা বিস্তারিতভাবে জানার চেষ্টা হবে। তারপরই সিদ্ধান্ত হবে বলে নবান্ন সূত্রে খবর। সূত্রের খবর, লাইভ টেলিকাস্টে রাজি […]