মাদ্রাসা সার্ভিস কমিশনকে ২ লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট

 ১৪ বছরেও অপ্রকাশিত পরীক্ষার ফল! মাদ্রাসা সার্ভিস কমিশনকে ২ লক্ষ টাকা জরিমানার নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। ২০১০ সালের গ্রুপ ডি- র ফল ও প্যানেল প্রকাশ না করায় জরিমানা বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। প্রায় ১.৪ হাজার শূন্যপদ রয়েছে। এর আগে একাধিকবার সময় নির্দিষ্ট করে প্যানেল প্রকাশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কমিশন আজ জানায় তারা আবারও পরীক্ষা নিতে চায়। কিন্তু কমিশনের সেই আবেদনে সাড়া দেয়নি আদালত।

error: Content is protected !!