অবশেষে বিপর্যস্ত উত্তর সিকিমে শুরু হল উদ্ধারকাজ ৷ খারাপ আবহাওয়া এবং মেঘভাঙা বৃষ্টিকে কার্যত উপেক্ষা করে উদ্ধারকাজ শুরু করল বর্ডার রোডস্ অর্গানাইজেশন (বিআরও) ৷ সেইসঙ্গে, যুদ্ধাকালীন তৎপরতায় তিস্তা নদীর উপরে নবনির্মিত তুং সেতু দিয়ে চুংথাং থেকে মঙ্গনের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ পুনরুদ্ধার করল বিআরও-এর সদস্যরা ৷ তবে খারাপ আবহাওয়ার কারণে এখনও পর্যন্ত ৫০ জন পর্যটককে উদ্ধার করতে সক্ষম হয়েছেন বিআরও-এর সদস্যরা ৷ মঙ্গলবার এবং বুধবার ফের উদ্ধারকাজ শুরু করবেন তাঁরা ৷ গত ১৩ জুন থেকে মেঘভাঙা বৃষ্টির কারণে বিপর্যস্ত উত্তর সিকিম ৷ প্রবল বৃষ্টি এবং ধসের কারণে পর্যটকদের ভ্রমণের অন্যতম প্রিয় জায়গার চেহারা পুরো বদলে গিয়েছে ৷ ধসে পড়েছে উত্তর সিকিম যাওয়ার একাধিক রাস্তা ৷ ফলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সমস্ত যোগাযোগ ৷ এদিকে পাহাড়ের উপরে আটকে পড়েছেন বহু পর্যটক ৷ জানা গিয়েছে, উত্তর সিকিমে আটকে রয়েছেন প্রায় ১৪০০ থেকে ১৫০০ জন পর্যটক ৷ খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজে কোনও রকম সাহায্য় করতে পারছে না বায়ুসেনাও ৷ এই ভয়ঙ্কর পরিস্থিতিতে খারাপ আবহাওয়াকে উপেক্ষা করে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন বিআরও-এর সদস্যরা ৷ জেলা প্রশাসন এবং এনডিআরএফ-এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করেছেন তাঁরা ৷
Related Posts
মুম্বইয়ে ভয়াবহ ধূলিঝড়, ঝড়ে বিলবোর্ড ভেঙে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪
গত কালের সাংঘাতিক এই ধুলো ঝড়ে ঘাটকোপর এলাকায় বিলবোর্ড ভেঙে পরায় মৃত্যু সংখ্যা বেড়ে ১৪। ঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ায় নীচে থাকা অনেকেই সেসময়ে চাপা পড়েন ৷ এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ হঠাৎই আকাশ কালো করে তীব্র ঝড় ওঠে মুম্বইয়ে। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ধুলো […]
মহারাষ্ট্রের রত্নগিরিতে নার্সিং ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক করল পুলিশ
রত্নগিরিতে ১৯ বছর বয়সী নার্সিং ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক করল মহারাষ্ট্র পুলিশ। তবে ধৃতদের পরিচয় জানানো হয়নি। জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্যেই নির্যাতিতার জবানবন্দী রেকর্ড করেছে পুলিশ। এদিকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। জানা গিয়েছে, দেবরুখ থেকে অটোয় ফিরছিলেন তরুণী। অভিযোগ, সেই সময় জলে মাদক মিশিয়ে তাঁকে দেন অটোচালক। তা […]
৩০টাকা দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের
দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের ৷ প্রতি সিলিন্ডারে দাম কমানো হল ৩০ টাকা করে ৷ তেল বিপণন সংস্থাগুলি দাম কমিয়েছে শুধু বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের ৷ ১৯কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৩০ টাকা করে কমানো হয়েছে ৷ এর ফলে সিলিন্ডার পিছু দাম নতুন দাম হল ১৬৪৬ টাকা ৷ তবে এই দর নয়াদিল্লির ৷ কলকাতায় […]