অবশেষে বিপর্যস্ত সিকিমে শুরু হল উদ্ধারকাজ, ৫০ পর্যটককে সড়ানো হল মঙ্গনে

অবশেষে বিপর্যস্ত উত্তর সিকিমে শুরু হল উদ্ধারকাজ ৷ খারাপ আবহাওয়া এবং মেঘভাঙা বৃষ্টিকে কার্যত উপেক্ষা করে উদ্ধারকাজ শুরু করল বর্ডার রোডস্ অর্গানাইজেশন (বিআরও) ৷ সেইসঙ্গে, যুদ্ধাকালীন তৎপরতায় তিস্তা নদীর উপরে নবনির্মিত তুং সেতু দিয়ে চুংথাং থেকে মঙ্গনের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ পুনরুদ্ধার করল বিআরও-এর সদস্যরা ৷ তবে খারাপ আবহাওয়ার কারণে এখনও পর্যন্ত ৫০ জন পর্যটককে উদ্ধার করতে সক্ষম হয়েছেন বিআরও-এর সদস্যরা ৷ মঙ্গলবার এবং বুধবার ফের উদ্ধারকাজ শুরু করবেন তাঁরা ৷ গত ১৩ জুন থেকে মেঘভাঙা বৃষ্টির কারণে বিপর্যস্ত উত্তর সিকিম ৷ প্রবল বৃষ্টি এবং ধসের কারণে পর্যটকদের ভ্রমণের অন্যতম প্রিয় জায়গার চেহারা পুরো বদলে গিয়েছে ৷ ধসে পড়েছে উত্তর সিকিম যাওয়ার একাধিক রাস্তা ৷ ফলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সমস্ত যোগাযোগ ৷ এদিকে পাহাড়ের উপরে আটকে পড়েছেন বহু পর্যটক ৷ জানা গিয়েছে, উত্তর সিকিমে আটকে রয়েছেন প্রায় ১৪০০ থেকে ১৫০০ জন পর্যটক ৷ খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজে কোনও রকম সাহায্য় করতে পারছে না বায়ুসেনাও ৷ এই ভয়ঙ্কর পরিস্থিতিতে খারাপ আবহাওয়াকে উপেক্ষা করে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন বিআরও-এর সদস্যরা ৷ জেলা প্রশাসন এবং এনডিআরএফ-এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করেছেন তাঁরা ৷

error: Content is protected !!