একটানা বৃষ্টিপাতের কারণে জলমগ্ন দিল্লির একাধিক এলাকা। ব্যাহত যান চলাচল। এমনকী মেট্রো স্টেশন চত্বরেও জমেছে জল। সূত্রের খবর, একাধিক মেট্রো স্টেশনে বৃষ্টির কারণে জল প্রবেশ করেছে। যার ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। বৃহস্পতিবার সকালে সাকেত মেট্রো স্টেশনের কাছে এক হাঁটু জল জমে যায়। যার ফলে অসুবিধায় পড়েছেন বহু যাত্রী। বাইক, গাড়ি কোনওকিছুই চলাচল করতে পারছে না। জলস্তর বৃদ্ধি পেলে স্টেশনের মধ্যেও জল ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে মেট্রো রোল কর্তৃপক্ষ। এক কলেজ ছাত্রী বলেন, আমাদের এখানে ইনস্টিটিউট রয়েছে। ক্লাস করতে এসেছিলাম। কিন্তু যেতে পারব কিনা বুঝতে পারছি না। বেহাল অবস্থা ড্রেনেজ সিস্টেমের। একবার বৃষ্টিতেই এই অবস্থা, এখনও তো অনেকদিন ধরে বৃষ্টি হবে। সরকার আগে থেকেই যখন জানতো তখন আগাম পদক্ষেপ নিলে এই সমস্যা হতো না।
Related Posts
ফ্রিজে গো-মাংস, মধ্যপ্রদেশে ১১টি বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল পুলিশ, গ্রেপ্তার ১১
ফ্রিজে গো-মাংস রাখার অভিযোগ। পুলিশের নির্দেশে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল ১১টি বাড়ি। ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের আদিবাসী অধ্যুষিত মান্দলায়। ১১ জন অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ১০ জন পলাতক। রাজ্যে বেআইনিভাবে গো-মাংস বিক্রি রুখতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ১১টি বাড়িই সরকারি জমির উপরে তৈরি ছিল। নইনপুরের ভাইওয়াহি এলাকারই […]
ওড়িশায় বার্ড ফ্লু-এর হদিশ! রাজ্যে ডিম ও চিকেন আমদানিতে জারি নিষেধাজ্ঞা
বার্ড ফ্লু-এর হদিশ ওড়িশায়! রাজ্যে ওড়িশার ডিম ও চিকেন আমদানিতে নিষেধাজ্ঞা। পুরীতে অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জার হদিশ। পুরী থেকে পোল্ট্রিজাত সামগ্রী আসায় নিষেধাজ্ঞা। ওড়িশার দুটি গ্রামে বার্ড ফ্লুর হদিস পাওয়া গেছে। তাই আপাতত ওড়িশা থেকে কোনও ট্রাক ডিম ও মুরগি নিয়ে রাজ্যে ঢুকবে না। আগামী দুই সপ্তাহ এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। ইতিমধ্যে রাজ্যের প্রাণীসম্পদ দফতর রাজ্য পুলিশকে […]
বিকশিত ভারতের স্বপ্নকে দিশা দেখাবে বাজেট, অধিবেশনের আগে বললেন প্রধানমন্ত্রী
তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর মঙ্গলবার প্রথমবার বাজেট পেশ করবে মোদি সরকার ৷ তার আগে আজ সংসদে চলছে বাজেট অধিবেশন ৷ তার আগে সংসদ ভবনের বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, আগামি পাঁচ বছরের দিশা দেখাবে বাজেট ৷ যা বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করবে ৷একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিরোধীরা নেতিবাচক রাজনীতি করছে ৷ যার প্রভাব […]