লাদাখে চিন সীমান্তের কাছে নদী পারাপারের সময় হড়পা বানে ভেসে গিয়ে নিহত ৫ জওয়ান

লাদাখে সীমান্তের একেবারে কাছে টি-৭২ ট্যাঙ্ক সহ এক নদী পারাপারের সময় ৫ সেনা জওয়ানের ভেসে যাওয়ার খবর উঠে এল। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, যাঁরা ভেসে গিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন ৪ জওয়ান ও একজন জুনিয়ার কমিশনড অফিসার। জানা গিয়েছে, নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি। পরে জানানো হয়েছে, ওই ৫ জনেরই মৃত্যু হয়েছে। লাদাখে চিন সীমান্তের কাছে দৌলতবেগ ওল্ডি এলাকার নিয়োমা চুশুল এলাকা। সেখানেই চলছিল সেনার নদী পারাপারের একটি প্রক্রিয়া। সেই সময়ই নদীতে আচমকা আসে হড়পা বান। মুহূর্তে ভেসে যান ৫ জন। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, ওই জওয়ানদের মধ্যে থেকে ১ জনের খোঁজ মিলেছে। বাকিদের খোঁজ চলছে। সূত্রের খবর লেহ থেকে ১৪৮ কিলোমিটার দরূরে মন্দির মোর নামের এলাকায় এই ঘটনা ঘটে। বেশ কিছু সূত্রের দাবি, রাত ১ টা নাগাদ এই নদী পারাপারের এই প্রক্রিয়া চলছিল।  জানা গিয়েছে, একটি ট্রেনিং পর্বের সময় এই ঘটনা ঘটছিল। বোধি নদী পারাপারের সময় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। লেহ থেকে ১৪৮ কিলোমিটার দূরে এই ঘটনার সময় নদীর জল আচমকা বাড়তে শুরু করেছিল বলে খবর। তখন ওই সেনা জওয়ানরা টি৭২ ট্যাঙ্কে ছিলেন। হঠাৎ করেই ট্যাঙ্কে ঘিরে নদীর জল বাড়তে শুরু করে, বলে খবর। তখনই ওই বান আসে বলে খবর। এদিকে, এই ৫ সেনা জওয়ানের ভেসে যাওয়ার খবর পৌঁছতেই, তাঁদের উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়। পরে জানা যায়, ওই ৫ জনেরই মৃত্যু হয়েছে। গত বছর, ৯ জন সেনা জওয়ানকে নিয়ে একটি ট্যাঙ্ক খাদে পড়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যায়। লেহ-র কিয়ারি জেলায় এই দুর্ঘটনা ঘটে।

error: Content is protected !!