লাদাখে সীমান্তের একেবারে কাছে টি-৭২ ট্যাঙ্ক সহ এক নদী পারাপারের সময় ৫ সেনা জওয়ানের ভেসে যাওয়ার খবর উঠে এল। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, যাঁরা ভেসে গিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন ৪ জওয়ান ও একজন জুনিয়ার কমিশনড অফিসার। জানা গিয়েছে, নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি। পরে জানানো হয়েছে, ওই ৫ জনেরই মৃত্যু হয়েছে। লাদাখে চিন সীমান্তের কাছে দৌলতবেগ ওল্ডি এলাকার নিয়োমা চুশুল এলাকা। সেখানেই চলছিল সেনার নদী পারাপারের একটি প্রক্রিয়া। সেই সময়ই নদীতে আচমকা আসে হড়পা বান। মুহূর্তে ভেসে যান ৫ জন। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, ওই জওয়ানদের মধ্যে থেকে ১ জনের খোঁজ মিলেছে। বাকিদের খোঁজ চলছে। সূত্রের খবর লেহ থেকে ১৪৮ কিলোমিটার দরূরে মন্দির মোর নামের এলাকায় এই ঘটনা ঘটে। বেশ কিছু সূত্রের দাবি, রাত ১ টা নাগাদ এই নদী পারাপারের এই প্রক্রিয়া চলছিল। জানা গিয়েছে, একটি ট্রেনিং পর্বের সময় এই ঘটনা ঘটছিল। বোধি নদী পারাপারের সময় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। লেহ থেকে ১৪৮ কিলোমিটার দূরে এই ঘটনার সময় নদীর জল আচমকা বাড়তে শুরু করেছিল বলে খবর। তখন ওই সেনা জওয়ানরা টি৭২ ট্যাঙ্কে ছিলেন। হঠাৎ করেই ট্যাঙ্কে ঘিরে নদীর জল বাড়তে শুরু করে, বলে খবর। তখনই ওই বান আসে বলে খবর। এদিকে, এই ৫ সেনা জওয়ানের ভেসে যাওয়ার খবর পৌঁছতেই, তাঁদের উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়। পরে জানা যায়, ওই ৫ জনেরই মৃত্যু হয়েছে। গত বছর, ৯ জন সেনা জওয়ানকে নিয়ে একটি ট্যাঙ্ক খাদে পড়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যায়। লেহ-র কিয়ারি জেলায় এই দুর্ঘটনা ঘটে।
Related Posts
রাজস্থানের যোধপুরে সরকারি হাসপাতাল চত্বরে নাবালিকাকে গণধর্ষণ
যোধপুরে সরকারি মহাত্মা গান্ধী হাসপাতাল চত্বরে ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। রোববার রাতে এ ঘটনা ঘটলেও সোমবার সন্ধ্যায় পুলিশকে খবর দেওয়া হয়। প্রতাপ নগর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ অনিল কুমার জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় মায়ের বকাঝকা শুনে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই কিশোরী। ‘তার পরিবার বিভিন্ন জায়গায় তার সন্ধান করেছিল এবং […]
দিল্লিগামী বিমানে বিপত্তি, উড়ান শুরুর ৫ মিনিটের মধ্যে বাগডোগরায় ফিরল দিল্লিগামী বিমান
বাগডোগরা থেকে দিল্লিগামী বিমানে বিপত্তি।দিল্লির উদ্দেশ্যে উড়ান শুরু করার পরেও কয়েক মিনিটের মধ্যেই বাগডোগরায় ফিরে এল বিমান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে পুনরায় বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। যদিও কোনও রকমের দুর্ঘটনা ছাড়াই অবতরণ করে বিমানটি। তবে এদিনের ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। একইসঙ্গে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। পরে অন্য […]
মুম্বইয়ে ভয়াবহ ধূলিঝড়, ঝড়ে বিলবোর্ড ভেঙে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪
গত কালের সাংঘাতিক এই ধুলো ঝড়ে ঘাটকোপর এলাকায় বিলবোর্ড ভেঙে পরায় মৃত্যু সংখ্যা বেড়ে ১৪। ঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ায় নীচে থাকা অনেকেই সেসময়ে চাপা পড়েন ৷ এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ হঠাৎই আকাশ কালো করে তীব্র ঝড় ওঠে মুম্বইয়ে। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ধুলো […]