মহারাষ্ট্রের প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন সুজাতা সৌনিক

মহারাষ্ট্রে প্রথম মহিলা মুখ্যসচিব পেয়েছেন। রবিবার মহারাষ্ট্রের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন সিনিয়র আইএএস অফিসার সুজাতা সৌনিক। এর সাথে, IAS সুজাতা সৌনিক মহারাষ্ট্রের 64 বছরের ইতিহাসে প্রথম মহিলা মুখ্য সচিব হয়েছেন।

error: Content is protected !!