হাথরসে পদপিষ্টে আহত ও মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। শুক্রবার রাহুল মৃতদের পরিজনদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷ ইতিমধ্যেই ওই ঘটনায় পদপিষ্ট হয়ে মৃতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১, যা নিয়ে দেশজুড়ে চলছে রাজনৈতিক চাপানউতোর ৷ রাহুল স্বজনহারাদের কথা শুনে বলেন, “আমি রাজনৈতিকভাবে এখানে কিছু বলতে চাই না ৷ তবে, প্রশাসনিক গাফিলতি রয়েছে ৷” মঙ্গলবার, ২ জুলাই বিকেল ৩টে নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের হাথরস জেলায় একটি সৎসঙ্গের অনুষ্ঠানে ৷ এরপর হাথরসের ওই ধর্মীয় অনুষ্ঠানে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে । স্থানীয় প্রশাসন ৮০ হাজার জনের জমায়েতে অনুমোদন দিলেও জানা যাচ্ছে, ঘটনার দিন উপস্থিত ছিলেন আড়াই লাখেরও বেশি মানুষ। হাথরস পদপিষ্ট হওয়ার ঘটনায় ইতিমধ্যেই দু’জন মহিলা সহ ৬ জন সেবাদারকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই ঘটনার প্রধান আয়োজক বেদপ্রকাশ মধুকর পলাতক, এমনটাই জানিয়েছেন পুলিশের শীর্ষকর্তা ৷ এদিন রাহুল গান্ধি মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার পর মৃতদের পরিবারের এক সদস্য সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, “রাহুল গান্ধি আমাদের বলেছেন, তিনি আমাদের সাহায্য করবেন ৷ তিনি আমাদের জিজ্ঞাসা করেছিলেন, কীভাবে এমন ঘটনা ঘটল ?” এদিন ওই পরিজন আরও বলেছেন, “ঘটনার দিন প্রশাসনের আধিকারিকদের সেভাবে দেখা যায়নি ৷ মেডিক্যালের তরফে অনেক গাফিলতি ছিল ৷”
Related Posts
দলীয় কর্মীকে দিয়ে নিজের পা ধোয়ানোর অভিযোগ! মুখ খুললেন মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান
সদ্য সোশ্যাল মিডিয়ায় আসা এক ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ) ঘিরে নয়া বিতর্কে পড়ে গেলেন মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান নানা পাটোলে। সেই ভিডিয়োত দেখা যাচ্ছে, কংগ্রেসের এই নেতার পা ধুইয়ে দিচ্ছেন তাঁরই এক দলীয় কর্মী। নানা পাটোলের পায়ে কাদা লাগা অবস্থায় তাঁর পা ধোয়ানো হচ্ছে, এমন দৃশ্য দেখা যায় ভিডিয়োয়। গোটা ঘটনা ঘিরে শুরু হয়ে […]
বিকেল ৫টা পর্যন্ত দেশে জুড়ে গড় ভোটদানের হার ৫৮.৩৪ শতাংশ, বাংলায় ৬৯.৮৯ শতাংশ
লোকসভা নির্বাচনের সপ্তম দফায় দেশের আটটি রাজ্যে ৫৭টি আসনে ভোট চলছে। বিকেল ৫টা পর্যন্ত দেশের ৫৭ আসনে গড় ভোটদানের হার ৫৮.৩৪ শতাংশ। বিকেল ৫টা পর্যন্ত বাংলাই ভোটদানের হার ফের দেশের শীর্ষে। বাংলার কথা ধরলে ডায়মন্ড হারবারের দিকেও নজর থাকলে সকলের। কারণ সেখানে তৃণমূলের প্রার্থী দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সপ্তম দফায় উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, […]
‘ফলাফলে প্রভাব খাটাতে দেশজুড়ে ১৫০ জেলাশাসককে ফোন করেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’, অভিযোগ জয়রামের
দেশের ৫৭টি লোকসভা কেন্দ্রে চলছে অন্তিম দফার ভোটগ্রহণ। ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ আনলেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। শনিবার বিকেল ৪টে ৩৬ মিনিট নাগাদ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই অভিযোগ করেন কংগ্রেস নেতা। জয়রাম অভিযোগ করলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ধরে ধরে গোটা দেশের সব জেলা […]