বেঙ্গালুরুতে চলন্ত বাসে আগুন

ব্যস্ত রাস্তা, চলন্ত বাসে দাউদাউ করে জ্বলে উঠল আগুন! ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে বেঙ্গালুরুতে।  বাসের চালক নিজের জীবন হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়েন উদ্ধার কাজে। অবিলম্বে বাসটি খালি করে দেন। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় কেউ আহত হয়নি। বিএমটিসি সূত্র থেকে জানা গিয়েছে, বেঙ্গালুরুর এমজি রোডে বাসটিতে ইগনিশন চালু করার সময় ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসের ইঞ্জিনটি অতিরিক্ত গরম হওয়ার ফলে এই ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের সময় বাসে ৩০ জন যাত্রী ছিলেন। তবে ড্রাইভার সময়মতো তাঁদের সরিয়ে আনে। তৎক্ষণাৎ দমকল কর্মীদের খবর দেন। বাসটি কোরমঙ্গলা ডিপোর। বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের আধিকারিকরা জানিয়েছেন, বাসটি কোরমঙ্গলা ডিপোতে রাখা হয়েছিল। বাসটি এমজি রোডের অনিল কুম্বলে সার্কেলের কাছে যাওয়ার সময় বাসের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। তৎক্ষণাৎ ড্রাইভার বাসটি থামিয়ে যায়। এবং ৩০ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে আনে। ঘটনার সময় পথচারীররা ভিডিয়ো করেন। সেখানেই দেখা গিয়েছে, বাসটিতে আগুন লেগেছে। দমকলকর্মীরা সেটি নেভানোর চেষ্টা করছেন। বিএমটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন। রিপোর্ট তৈরি হলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

error: Content is protected !!