আবারও বিপর্যয় পুরীর রথযাত্রায় ৷ গুন্ডিচা মন্দিরে প্রবল ভিড়ের চাপে পড়ে গেলেন ভগবান বলরাম ৷ আর বলরামের মূর্তির নীচে চাপা পড়ে আহত বেশ কয়েকজন সেবায়েত ৷ জানা গিয়েছে, মঙ্গলবার গুন্ডিচায় বলরামের মূর্তি সিঁড়ি দিয়ে নীচে নামানোর সময় আচমকাই পিছলে যান সেবায়েতরা ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৭ জন ৷ তাঁদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনায় দুই সেবাইতের আঙুলের হাড়ে চিড় ধরেছে ৷ জানা গিয়েছে, গুন্ডিচা মন্দিরে এদিন রথ থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি একে একে আডাপা মণ্ডপে নামিয়ে নিয়ে যাচ্ছিলেন সেবায়েতরা ৷ সেই সময় আচমকাই ভগবান বলরামের মূর্তি নিয়ে দুর্ঘটনাবশত পিছলে যান সেবায়েতরা ৷ তারপরেই মূর্তির নীচে চাপা পড়েন সেবায়েতরা ৷ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ৷ মূলত, গুন্ডিচা মণ্ডপে নানা আচার-অনুষ্ঠান শেষ হওয়ার পর মূর্তিগুলির ‘পহান্ডি’ শুরু হয় ৷ অর্থাৎ, যেখানে তিনটি প্রতিমাকে মৃদুভাবে দোলানো হয় ৷ তারপর সেবায়েতদের কাঁধে আডাপা মণ্ডপের ভিতরে প্রবেশ করেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এদিন তালধ্বজ রথ থেকে বলরামের মূর্তি নামানোর সময়ই ঘটে এই দুর্ঘটনা ৷ উল্লেখ্য, রবিবারও রথযাত্রার সময় পদপিষ্টের অবস্থা তৈরি হয়েছিল পুরীতে ৷ ভিড়ের মাঝে পড়ে মৃত্যু হয় এক দর্শনার্থীর ৷ ঘটনায় আহত হন বেশ কয়েকজন ৷ সেদিনও বলভদ্রের তালধ্বজা রথ টানার সময় বিপত্তি তৈরি হয় পুরীতে ৷ বেশ কয়েকজন পুণ্যার্থী আহত হন ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷
Related Posts
ভর্ৎসনার মুখে CBI, ডঃ সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতেই চাইল না সিবিআই, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রাক্তন অধ্যক্ষ সহ ৪ জনকে জেল হেফাজতের নির্দেশ
আজ মঙ্গলবার আলিপুর আদালতে পেশ করা হয় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষকে । সন্দীপের সঙ্গেই এদিন বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আফসর আলিকে আদালতে হাজির করা হয়। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ সহ চার জনকেই আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি। তবে আরজি করে আর্থিক […]
যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে NEET প্রশ্নফাঁস দুর্নীতি মানলেন রাষ্ট্রপতি, বললেন অভিযুক্তদের কঠিনতম শাস্তি দিতে হবে
সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে মোদি সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মোদির শাসনে বিগত ১০ বছরে বদলে গিয়েছে ভারত। নারী থেকে যুবকল্যাণ, পরিকাঠামো থেকে অর্থনীতি, প্রতিরক্ষা থেকে স্বাস্থ্য, কৃষক স্বার্থ থেকে শিক্ষা, সবক্ষেত্রে বিজেপি সরকারের জয়গান গাইলেন দ্রৌপদী। তবে শিক্ষা ক্ষেত্রে প্রশ্নফাঁসের ঘটনা এড়াতে পারলেন না । নিটে প্রশ্ন ফাঁস-সহ একাধিক […]
জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ৩ জঙ্গি
জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ। এর জেরে মৃত্যু হল ৩ জঙ্গির। সোমবার রাত থেকেই কুলগামের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। কুলগামকে চারিদিক থেকে ঘিরে চলে তল্লাশি। আগে থেকেই তথ্য ছিল এই এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। এরপর জঙ্গিরা হঠাৎই নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায়। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। এরপরই নিরাপত্তা […]