পুরীর রথে এবার বলরামের মূর্তির নীচে চাপা পড়ে আহত ৭জন সেবায়েত

আবারও বিপর্যয় পুরীর রথযাত্রায় ৷ গুন্ডিচা মন্দিরে প্রবল ভিড়ের চাপে পড়ে গেলেন ভগবান বলরাম ৷ আর বলরামের মূর্তির নীচে চাপা পড়ে আহত বেশ কয়েকজন সেবায়েত ৷ জানা গিয়েছে, মঙ্গলবার গুন্ডিচায় বলরামের মূর্তি সিঁড়ি দিয়ে নীচে নামানোর সময় আচমকাই পিছলে যান সেবায়েতরা ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৭ জন ৷ তাঁদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনায় দুই সেবাইতের আঙুলের হাড়ে চিড় ধরেছে ৷ জানা গিয়েছে, গুন্ডিচা মন্দিরে এদিন রথ থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি একে একে আডাপা মণ্ডপে নামিয়ে নিয়ে যাচ্ছিলেন সেবায়েতরা ৷ সেই সময় আচমকাই ভগবান বলরামের মূর্তি নিয়ে দুর্ঘটনাবশত পিছলে যান সেবায়েতরা ৷ তারপরেই মূর্তির নীচে চাপা পড়েন সেবায়েতরা ৷ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ৷ মূলত, গুন্ডিচা মণ্ডপে নানা আচার-অনুষ্ঠান শেষ হওয়ার পর মূর্তিগুলির ‘পহান্ডি’ শুরু হয় ৷ অর্থাৎ, যেখানে তিনটি প্রতিমাকে মৃদুভাবে দোলানো হয় ৷ তারপর সেবায়েতদের কাঁধে আডাপা মণ্ডপের ভিতরে প্রবেশ করেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এদিন তালধ্বজ রথ থেকে বলরামের মূর্তি নামানোর সময়ই ঘটে এই দুর্ঘটনা ৷ উল্লেখ্য, রবিবারও রথযাত্রার সময় পদপিষ্টের অবস্থা তৈরি হয়েছিল পুরীতে ৷ ভিড়ের মাঝে পড়ে মৃত্যু হয় এক দর্শনার্থীর ৷ ঘটনায় আহত হন বেশ কয়েকজন ৷ সেদিনও বলভদ্রের তালধ্বজা রথ টানার সময় বিপত্তি তৈরি হয় পুরীতে ৷ বেশ কয়েকজন পুণ্যার্থী আহত হন ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷

error: Content is protected !!