নেপালে ভূমিধস, নদীতে পড়ল বাস, মৃত ৭, নিখোঁজ বহু

নেপালে ভয়াবহ দুর্ঘটনা। রাস্তায় ধস নেমে নদীতে পড়ে গেল দুটি যাত্রীবোঝাই বাস। তার জেরে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। মৃতদের মধ্যে রয়েছেন সাত ভারতীয়ও। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। প্রবল বর্ষণের জেরে একদিকে হড়পা বান। অন্যদিকে ভয়ঙ্কর ভূমিধসে নেপালের ত্রিশূলী নদীতে দুটি বাস উলটে যায়। এই ঘটনায় ৬৫ জন যাত্রী নিখোঁজ। শুক্রবার সকালে নারায়ণগড়-মুগলিন সড়কে ভয়াবহ ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুটি যাত্রীবাহী বাস হড়পা বানে ভেসে উথাল-পাথাল ত্রিশূলী নদীতে উলটে যায়। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ডুবুরি নামানো হয়েছে। বেলা দশটা পর্যন্ত ৭ জন ভারতীয় নাগরিকের দেহ উদ্ধার হয়েছে।

error: Content is protected !!