রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের মধ্যে রায়গঞ্জে জয়ী কৃষ্ণ কল্যাণী, বাকি ৩ কেন্দ্রেও এগিয়ে তৃণমূল

আজ রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা। মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা ও রায়গঞ্জের উপনির্বাচনে কী ফল হয়, সেদিকে নজর সকলের। ইতিমধ্যেই রায়গঞ্জে জয়ী তৃণমূলের কৃষ্ণ কল্যাণী।বাকি ৩ কেন্দ্রেও এগিয়ে তৃণমূল। উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিতে ছিলেন। সেই সময় রায়গঞ্জে পদ্ম ফুটিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। মাঝে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে বহু জল। নানা টানাপোড়েন। দল বদলে চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়েন। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ঘাসফুল ফোটাতে পারেননি। তবে উপনির্বাচনে সেই রায়গঞ্জেই সবুজ ঝড় তুললেন কৃষ্ণ। বিজেপিকে পর্যুদস্ত করে বিপুল ভোটে জয়ী তৃণমূল প্রার্থী।

error: Content is protected !!