বিচার্য বিষয় বদল হল কলকাতা হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির। যার ফলে ঢোলাহাট থানায় যুবককে পিটিয়ে মারার অভিযোগে দায়ের মামলার শুনানি সরল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে। শুক্রবারই এই মামলায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। সোমবার থেকে সেই মামলার শুনানি হবে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের একক বেঞ্চে। কলকাতা হাইকোর্টের তরফে জারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশি অত্যাচার ও হেফাজতে মৃত্যু সংক্রান্ত যে মামলাগুলির এতদিন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে শুনানি হত সেগুলির একাংশ চলে যাবে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে। শুধুমাত্র ২০২২ সালের আগের মামলাগুলি বিচারপতি সিনহার বেঞ্চে থাকবে। ফলে ঢোলাহাট থানায় পুলিশের বিরুদ্ধে যুবককে পিটিয়ে মারার ঘটনার শুনানি সোমবার থেকে হবে বিচারপতি ভরদ্বাজের বেঞ্চে।তবে বিচারপতি সিনহার বেঞ্চে আসছে বাড়তি কিছু মামলা। এতদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে থাকা প্রাথমিক নিয়োগ দুর্নীতির ২টি মামলার শুনানি হত বিচারপতি সিনহার বেঞ্চে। এবার থেকে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে থাকা মামলাগুলিরও শুনানি হবে বিচারপতি সিনহার এজলাসে। সঙ্গে থাকছে জবরদখল ও বেআইনি নির্মাণ সংক্রান্ত মমলাগুলি।
Related Posts
ইসকন মন্দিরে এসে রথের রশিতে টান দিলেন মুখ্যমন্ত্রী, বললেন আগামী বছর দিঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রা হবে
আজ রথযাত্রা। কলকাতা শহরের ইসকন মন্দির থেকে রথযাত্রার উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরনে লাল পাড়ের সাদা শাড়ি। হাতে পুজোর ডালি। মন্দিরে পৌঁছে ঘুরে ঘুরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। টান দিলেন রথের রশিতে। ছিলেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির (এসএনইউ) আচার্য সত্যম রায়চৌধুরী। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনিও রথের রশিতে টান দেন। ইতিমধ্যেই দিঘায় পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরির কাজ […]
দাবি এক, দফা এক – ‘ধর্ষণ বিরোধী আইন’, ফের সরব অভিষেক
আর জি কর-কাণ্ডের পর থেকেই ধর্ষণ রোধে কড়া আইনের পক্ষে আওয়াজ তুলছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার, মেয়োরোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকেও এই দাবিতে গর্জে উঠলেন অভিষেক। অভিষেক সাফ জানান, দাবি এক দফা এক-ধর্ষণ বিরোধী আইন। বিস্ফোরক অভিযোগ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আসলে কড়া আনলে বিজেপি-র নেতাদেরই সমস্যা […]
‘রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করতে পারে না পুলিশ’, শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে বললেন সি ভি আনন্দ বোস!
শ্লীলতাহানির অভিযোগের তদন্তে যখন রাজভবনে চিঠি দিয়ে সিসিটিভি ফুটেজ চেয়েছে পুলিশ, তখন সোশ্য়াল মিডিয়ায় ফের বার্তা দিলেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস। মনে করিয়ে দিলেন, ‘রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করতে পারে না পুলিস। সাংবিধানিক পদাধিকারী রাজ্যপালের রক্ষকবচ রয়েছে’। এমনকী, পুলিসকে কোনও তথ্য না দেওয়ার নির্দেশও দিয়েছেন রাজভবনের কর্মীদের। রাজ্যপাল নিজের X হ্যান্ডেলে পোস্ট করা বিবৃতিতে সংবিধানের ৩৬১ […]