এনকাউন্টারে নিহত এক জঙ্গি ৷ জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া জেলায় এই এনকাউন্টারের ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে ৷ বুধবার সকালে প্রশাসনের তরফে বিষয়টি জানানো হয়েছে ৷ সেখানে আরও জানানো হয়েছে যে এই এনকাউন্টারে একজন জওয়ান শহিদ হয়েছেন ৷ উল্লেখ্য, কুপওয়াড়ার লোলাব অঞ্চলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পায় নিরাপত্তা বাহিনী ৷ সেই জঙ্গিদের বিরুদ্ধে মঙ্গলবার থেকে পুলিশ ও সেনা অভিযান চালায় ৷ এই বিষয়টি শ্রীনগর-স্থিত চিনার কর্পসের তরফে সোশাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করে জানানো হয়েছে ৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে অভিযান চালানোর সময় জঙ্গিদের আত্মসমর্পণের বার্তা পাঠানো হয় ৷ কিন্তু উলটে তারা গুলি চালাতে শুরু করে ৷ তখন পালটা গুলি চালানো হয় সেনা ও পুলিশের তরফে ৷ সেই গুলিতেই এক জঙ্গি নিহত হয় ৷ তার পরিচয় জানা যায়নি ৷ কিন্তু জঙ্গিদের ছোড়া গুলিতে আহত হন একজন এনসিও (নন-কমিশনড অফিসার) ৷ পরে তিনি মারা যান ৷ আপাতত যৌথ বাহিনী ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে ৷ সেখানে আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে ৷ যে জঙ্গি নিহত হয়েছে, তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ৷ পাশাপাশি ওই এলাকা থেকে জঙ্গিরা পালিয়ে গিয়ে থাকলে, কোন পথে পালাল, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ও সেনা ৷
Related Posts
মহারাষ্ট্রের পুনেতে রাস্তা ভেঙে ঢুকে গেল চলমান ট্রাক
মহারাষ্ট্রের পুনেতে পুরনিগমের একটি ট্রাক চলতে চলতে হঠাৎ গর্তে পড়ে একেবারে রাস্তা ভিতর ঢুকে গেল ৷ দিনের আলোয় চোখের সামনে এমন ঘটনায় আতঙ্কিত এলাকার লোকজন ৷ ঘটনাটি ঘটেছে পোস্ট অফিস চত্বরে ৷ অনুমান একশো বছরেরও বেশি পুরনো ওই পোস্ট অফিসের ওই জায়গায় আগে বড় কুয়ো ছিল ৷ রাস্তা খারাপের জন্য এমন দুর্ঘটনা মানতে রাজি নয় […]
গুরুগ্রামের নারায়ণ স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড
মঙ্গলবার সকালে গুরুগ্রামের ৩৭ সি সেক্টরে চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ এখানে অবস্থিত একটি বেসরকারি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যের বিষয় হলো আগুন লাগার সময় স্কুলে কোনো শিশু ছিল না। সরকারি আদেশের কারণে আজ স্কুলের সময় ছিল সাড়ে ৯টা, তাই শিশুরা স্কুলে ছিল না। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। জানা গেছে,, স্কুলের […]
ওড়িশার বালাসোরে অ্যান্টি-সাবমেরিন মিসাইলের সফল পরীক্ষা করল ডিআরডিও
প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতার ক্ষেত্রে ভারত আরেকটি বড় সাফল্য অর্জন করল। আসলে, ভারতীয় নৌসেনা সাবমেরিন বিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা করেছে। এই মিসাইল সিস্টেমটি শুধুমাত্র নৌবাহিনীর জন্য ডিআরডিও তৈরি করেছে। ভারতীয় নৌসেনা বুধবার ওড়িশার বালাসোরে উপকূলে সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো (স্মার্ট) মিসাইল সিস্টেমের সফল পরীক্ষা করেছে। সাবমেরিন বিরোধী যুদ্ধে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। […]