অলিম্পিক্সে ইতিহাস গড়ল ভারত, শুটিংয়ে পদক জিতলেন মনু ভাকের‍

প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনেই খাতা খুলল ভারত। পদক জিতলেন ভারতীয় শুটার মনু ভাকের। প্রথম মহিলা ভারতীয় শুটার হিসাবে পদক জিতলেন মনু। শনিবার কোয়ালিফাইং রাউন্ডেই দেশকে পদক জেতানোর স্বপ্ন দেখিয়েছিলেন মনু ভাকের। কোয়ালিফাইং রাউন্ডে ৩ নম্বরে শেষ করেছিলেন মনু। ফাইনালেও ছন্দ অব্যাহত রাখলেন মনু ভাকের। ফাইনালে প্রথম এবং দ্বিতীয় স্থানে শেষ করলেন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী। প্রথম স্থানে ও ইয়ে জিন পেলেন ২৪৩.২ পয়েন্ট, দ্বিতীয় স্থানে শেষ করা কিম ইয়ে জির সংগ্রহ ২৪১.৩ পয়েন্ট। তৃতীয় স্থানে মনু ভাকেরের সংগ্রহ ২২১.৭ পয়েন্ট। মনু ভাকেরকে নিয়ে স্বপ্ন ছিলই। গত বছর টোকিও অলিম্পিক্সে পিস্তলের সমস্যার জন্য ফাইনালে উঠতে পারেননি মনু। গত বছর ২৫ মিটার বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন মনু, তাই তাঁর হাত ধরে এবার অলিম্পিক্সে প্রথম পদক জিতল ভারত। সেই সঙ্গে শুটিংয়ে ভারতের প্রথম প্রথম মহিলা প্রতিযোগী হিসাবে পদক আনলেন মনু ভাকের।

error: Content is protected !!