হাওড়া-বর্ধমান কর্ড লাইনের শিবাইচণ্ডী স্টেশনে একই লাইনে চলে আসে বন্দে ভারও ও হাওড়া-গুড়াপ লোকাল ট্রেন! সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় (ভিডিওর সততা যাচাই করেনি সিটি নেক্সট)। রেল জানিয়ে দিয়েছে, ওই ভিডিও মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা মাত্র। কারণ, অটো-সিগন্যালিং জোনে এই ধরনের ঘটনা অত্যন্ত স্বাভাবিক। এ বিষয়ে রেলের বক্তব্য, এই ঘটনা স্বাভাবিক। পূর্ব রেলের তরফে ব্যাখ্যা দিয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, অটোমেটিক সিগন্যাল জোনে এগুলো হয়ে থাকে। তাঁদের কাছেও এই একই লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকার খবর যায় প্রায়ই। এটা কোনও গুরুত্বপূর্ণ বিষয় নয় বলেই মন্তব্য করেছেন তিনি। রেলের দাবি, ট্র্যাকে দাঁড়িয়ে ছিল হাওড়া-গুড়াপ লোকাল ট্রেন। সিগন্যাল মেনেই নির্দিষ্ট গতিতে এগোচ্ছিল বন্দে ভারত। এটা কোনও অস্বাভাবিক ঘটনা নয় বলে উল্লেখ করা হয়েছে। এই ভিডিও মানুষকে বিভ্রান্ত করছে বলে উল্লেখ করেছে রেল। বুধবারে ভাইরাল হওয়া ভিডিওটি মঙ্গলবার সকালের বলে জানা গিয়েছে। হাওড়া-বর্ধমান কর্ড লাইনের শিবাইচণ্ডী স্টেশনে দেখা যাচ্ছে, একই লাইনে একটি লোকাল ট্রেন ও একটি বন্দে ভারত। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সেই ছবি ক্যামেরাবন্দি করতে দেখা যায় যাত্রীদের। রেলসূত্রে জানা গিয়েছে, হাওড়া ছেড়ে এনজেপি যাওয়ার সময় বন্দে ভারত ট্রেনটি দাঁড়িয়ে পড়ে শিবাইচণ্ডী স্টেশনে ঢোকার মুখে হোম সিগন্যালে।
Related Posts
‘দরকারে মেরে দাও, দাদার নির্দেশ কলাগাছের মতো কেটে ফেলতে হবে’, এবার ভাইরাল সন্দেশখালির অডিও
বছরের শুরু থেকেই উত্তাল সন্দেশখালি। জমি দখল, নারী নির্যাতনের অভিযোগ সামনে আসে। এই ইস্যুতে ভোটের মরশুমে তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা চালিয়েছে বিজেপি। এর মাঝেই উলটো হাওয়া বইতে শুরু করে। মে মাসের শুরুতেই পর পর দুটি ভিডিও ভাইরাল হয়। সেই ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে তৃণমূল দাবি করতে শুরু করে, সমস্ত অভিযোগ বিজেপির সাজানো। এর মাঝেই আরেকটি […]
ফাঁস সন্দেশখালির স্টিং ভিডিওর পার্ট-২, টাকা পেয়েছে ৭২ মহিলা, কতগুলি পিস্তল-মদ লাগবে! ফের বিস্ফোরক বিজেপি নেতা
সন্দেশকালিকাণ্ডে আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গেল। আন্দোলনাকারী মোট ৭২ জন মহিলাকে একবার করে টাকা দেওয়া হয়েছে। সেখানেও মহিলাদের ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছিল বলে দাবি গঙ্গাধরের। ওই ভিডিয়োয় এমনটাই দাবি করলেন স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। তবে ওই ভিডিয়োর সত্যতা যাচাই করতে পারেনি citynext। বিজেপি নেতা ওই ভিডিয়ো স্বীকার করেন নেন শুভেন্দু অধিকারী […]
মুম্বইয়ে ভিড় রাস্তায় প্রেমিকাকে স্প্যানার দিয়ে পিটিয়ে খুন করল যুবক
মঙ্গলবার সকালে এক যুবতীকে তাঁর প্রেমিক নির্মমভাবে হত্যা করে। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটে প্রকাশ্য় রাস্তার মাঝখানে। ২৯ বছরের আততায়ী ভিকটিমের মাথা এবং বুকে ক্রমাগত আঘাত করে গিয়েছে। জানা গিয়েছে, হামলার পিছনে উদ্দেশ্য ছিল দুই বছরের সম্পর্কের পর সাম্প্রতিক ব্রেকআপ।সাংঘাতিক ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তায় […]