এবার দিঘার প্রমোদতরীর অঙ্গ হতে চলেছে ডবল ডেকার বাস পরিষেবা

সম্পূর্ণ বাতানুকূল প্রমোদতরীর পর এবার দিঘায় নতুন আকর্ষণ ডবল ডেকার বাস পরিষেবা। দিঘার সমুদ্রে পর্যটকদের ভ্রমণ-সহ বিনোদনমূলক পরিষেবার জন্য আগেই প্রমোদতরী চালুর কথা ঘোষণা করেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। সেই প্রমোদতরীর যাত্রীদের নিয়ে আসা ও নিয়ে যাওয়ার জন্যই এবার দিঘায় চালু করা হচ্ছে এই বিশেষ ডবল ডেকার বাস পরিষেবা। তবে বিশেষ কিছু কারণবশত এখনও পর্যন্ত পিপিপি মডেলের এই প্রমোদ ভ্রমণ পরিষেবা এখনও চালু করা যায়নি। তবে শঙ্করপুর মৎস্য বন্দরের একেবারে কাছে নায়েকালী মন্দির চত্বরে ইতিমধ্যে তৈরি করা হয়েছে এর জন্য একটি আলাদা জেটি। সেখান থেকেই প্রমোদতরীতে চেপে সমুদ্রের সৌন্দর্য দর্শন ও উপভোগ করতে পারবেন দিঘার পর্যটকেরা। ইতিমধ্যেই এমভি নিবেদিতা নামের সম্পূর্ণ বাতানুকূল প্রমোদতরীটির সাজসজ্জার কাজ সম্পূর্ণ হয়েছে। পর্ষদের তৎপরতা দেখে স্পষ্ট, খুব দ্রুতই চালু হয়ে যাবে পর্যটন বিনোদনমূলক এই বিশেষ পরিষেবা। তার আগেই দিঘার রাস্তায় মহড়া দিতে শুরু করেছে ডবল ডেকার বাসটি। আধুনিক সাউন্ড সিস্টেম সংযুক্ত বিলাসবহুল বাসের রঙচঙে সাজ রীতিমতো নজর কাড়ছে দিঘা উপকূলে পথচলতি মানুষজনের। ফলে বাড়ছে সবার মধ্যে বাড়ছে কৌতূহল। তাঁরা অপেক্ষা করছেন এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য।

error: Content is protected !!