আন্দোলনে জেরে সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। তারপর থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য পুরোপুরি বন্ধ ছিল। তবে বুধবার থেকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি স্থলবন্দরে আংশিকভাবে বাণিজ্য শুরু হয়েছে। হিলি, চ্যাংরাবান্ধা, মাহাদিপুর, ফুলবাড়ি এবং গোজাডাঙ্গা স্থলবন্দরে পচনশীল পণ্যের বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। উত্তর ২৪ পরগণা জেলার দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলে বৃহস্পতিবার থেকে রফতানি শুরু হবে বলে আশা করা হচ্ছে। দুই দেশের স্থলবন্দর কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হয়েছে। তাতে এই সিদ্ধান্ত হয়েছে। বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানিয়েছেন, দু দেশের স্থলবন্দর কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হয়েছে। বৃহস্পতিবার থেকে এখানে বাণিজ্য শুরু হচ্ছে। দুদেশের সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবারই পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেন সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিক। জানা গিয়েছে, গোজাডাঙ্গা হয়ে কিছু কার্গো চলাচল শুরু হয়েছে। এই বন্দরের মাধ্যমে লঙ্কা, হলুদ এবং গমের ভুসি মতো পণ্য বাংলাদেশে রফতানি করা হয়। এছাড়া, মালদার মাহাদিপুরে ট্রাকগুলিও পণ্য রপ্তানির জন্য প্রস্তুত করা হয়েছে।পশ্চিমবঙ্গের রফতানিকারক সমন্বয় কমিটির সম্পাদক উজ্জল সাহা বলেন, পণ্য রফতানির পর যেসব ট্রাক বাংলাদেশে গিয়েছিল সেগুলি ফিরে আসছে। বুধবার হিলি, চ্যাংরাবান্ধা, মাহাদিপুর, ফুলববাড়ি এবং গোজাডাঙ্গার মতো স্থলবন্দর থেকে কিছু পচনশীল পণ্য রফতানি হয়েছে বলে তিনি জানান। আজ থেকে বাণিজ্য পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি জানান। মূলত বাংলাদেশে ভারতের প্রধান রফতানি করা পণ্যগুলির মধ্যে রয়েছে শাকসবজি, কফি, চা, মশলা, চিনি, মিষ্টি, পরিশোধিত পেট্রোলিয়াম তেল, রাসায়নিক, তুলো, লোহা ও ইস্পাত এবং যানবাহন। অন্যদিকে, ভারতে বাংলাদেশের রফতানি করা সামগ্রী হল টেক্সটাইল এবং পোশাক।
Related Posts
ওড়িশায় বিজেপির মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন মাঝি, বুধবার শপথ
ওড়িশায় নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন চরণ মাঝি ৷ ওড়িশা বিজেপির পরিষদীয় দলের তরফে মোহন মাঝিকে বিধানসভার দলনেতা বেছে নেওয়া হয় মঙ্গলবার ৷ এরপরই তাঁর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন রাজ্যে দলের পর্যবেক্ষক তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ সেই সঙ্গে দুই উপমুখ্যমন্ত্রীর নামও ঘোষণা করেন রাজনাথ ৷ বুধবার শপথ নেবেন মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার বাকি সদস্যরা ৷ […]
উত্তরপ্রদেশে স্কুলের ঝুল বারান্দা ভেঙে আহত ৪০ পড়ুয়া
উত্তরপ্রদেশ স্কুলের ঝুল বারান্দা ভেঙে আহত হল ৪০ জন পড়ুয়া। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বারাবাঁকি এলাকার একটি স্কুলে। পুলিশ সূত্রে খবর, সকালে প্রার্থনার জন্য ঝুল বারান্দায় জড়ো হয়েছিল পড়ুয়ারা। সেই সময় আচমকাই ভেঙে পড়ে পড়ে ঝুল বারান্দাটি। অনেকেই সেই পড়ে গিয়ে কংক্রিটের নীচে চাপা পড়ে যায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শিক্ষকরা […]
জামিন মামলায় নয়া মোড়! কেজরিওয়ালের মুক্তি আটকে দিল দিল্লি হাইকোর্ট
অরবিন্দ কেজরিওয়ালের জামিন মামলায় নয়া মোড়। বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করেছিল ট্রায়াল কোর্ট। সেই নির্দেশ মতো শুক্রবার বেলাতেই তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু, দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তে এখনই মিলছে না মুক্তি। আচমকাই এই মামলায় জরুরি শুনানি ডাকা হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুরের রায়ের বিরোধিতা করে জরুরি শুনানির আবেদন জানিয়েছিল ED। […]