ব্রাজিলের সাও পাওলোয় ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান। যে বিমানে ৫৮ জন যাত্রী-সহ মোট ৬২ জন ছিল। সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, সাও পাওলোর যে এলাকায় সেই বিমান পড়েছে, তা জনবহুল এলাকা। সেই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। যদিও প্রাথমিকভাবে কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ওই উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় ওই বিমানটি ভেঙে পড়েছে। তাতে মোট ৫৮ জন যাত্রী ছিলেন। পাইলট-সহ বিমানে মোট চার কর্মী ছিলেন। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা ওই উড়ান সংস্থার তরফে জানানো হয়নি। দমকল বিভাগের তরফে জানানো হয়েছে যে ভিনহেডো শহরে বিমান ভেঙে পড়েছে। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন দমকল বিভাগ, মিলিটারি পুলিশ এবং সিভিল ডিফেন্সের আধিকারিকরা।
Related Posts
বিমান দুর্ঘটনা প্রয়াত মালাউয়ির ভাইস প্রেসিডেন্ট
বিমান দুর্ঘটনা নিহত হলেন পূর্ব আফ্রিকার দেশ মালাউয়ির ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমা । এছাড়াও প্রাণ হারিয়েছেন বিমানটিতে থাকা আরও ৯ জন। মালাউয়ি সরকারের বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্টের কার্যালয় ও মন্ত্রিসভা থেকে সাধারণ জনগণকে জানাতে চাই, সোমবার নিখোঁজ হওয়া মালাউই ডিফেন্স ফোর্সের বিমানটির উদ্ধার অভিযান শেষ হয়েছে। বিমানটিতে থাকা ভাইস প্রেসিডেন্ট সাওলোস ক্লাউস চিলিমাসহ ১০ জনকে আজ […]
অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে আমেরিকা, জার্মানির পর এবার সরব খোদ রাষ্ট্রসংঘ
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি এবং কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ। ভোটমুখী ভারতে কেন্দ্রীয় এজেন্সির দুই পদক্ষেপ নিয়ে এবার পরোক্ষে উদ্বেগপ্রকাশ করল খোদ রাষ্ট্রসংঘ। তাদের বক্তব্য, “আমরা আশা রাখছি ভারতে সবার অধিকার সুরক্ষিত থাকবে।” দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি নিয়ে আগেই মুখ খুলেছে জার্মানি এবং আমেরিকা। জার্মানির বক্তব্য ছিল, “যে কোনও অভিযুক্তের মতোই অরবিন্দ কেজরিওয়ালও ন্যায্য ও পক্ষপাতহীন বিচারের […]
Sheikh Hasina Resigned: চাপের মুখে দেশ ছেড়েছেন শেখ হাসিনা! বাংলা সীমান্তে হাই-অ্যালার্ট জারি করল বিএসএফ
কোটা আন্দোলন ঘিরে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন বলে দাবি করা হয়েছে বিবিসি রিপোর্ট। দাবি করা হচ্ছে হাসিনা হেলিকপ্টারে করে আগরতলার উদ্দেশে রওনা দেন। হাসিনার সাথে ছিলেন তাঁর বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা। রিপোর্টের দাবি, মৃতের সংখ্যা ৩৪৪ ছুঁয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে সর্বশেষ খবর শেখ হাসিনা সম্ভবত, বাংলাদেশ ছেড়ে ভারতে আসছেন। তবে এবিষয়ে […]