ব্রাজিলের সাও পাওলোয় ভেঙে পড়ল যাত্রীবাহী, মৃত ৬২  

ব্রাজিলের সাও পাওলোয় ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান। যে বিমানে ৫৮ জন যাত্রী-সহ মোট ৬২ জন ছিল। সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, সাও পাওলোর যে এলাকায় সেই বিমান পড়েছে, তা জনবহুল এলাকা। সেই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। যদিও প্রাথমিকভাবে কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ওই উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় ওই বিমানটি ভেঙে পড়েছে। তাতে মোট ৫৮ জন যাত্রী ছিলেন। পাইলট-সহ বিমানে মোট চার কর্মী ছিলেন। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা ওই উড়ান সংস্থার তরফে জানানো হয়নি। দমকল বিভাগের তরফে জানানো হয়েছে যে ভিনহেডো শহরে বিমান ভেঙে পড়েছে। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন দমকল বিভাগ, মিলিটারি পুলিশ এবং সিভিল ডিফেন্সের আধিকারিকরা।

error: Content is protected !!