আরজি কর কাণ্ডে চিকিৎসকদের আন্দোলন নিয়ে প্রথম থেকেই নরমে-গরমে নিজের বার্তা তুলে ধরছেন কুণাল ঘোষ। একদিকে যেখানে তিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে সুর চড়িয়েছেন, মেনে নিয়েছেন প্রশসনিক ‘গলদ’… সেখানেই ‘রাত দখলের’ আন্দোলন এবং চিকিৎসকদের কর্মবিরতির বিরোধিতায় সুর চড়িয়েছেন। এই আবহে গতকাল সুপ্রিম কোর্টের তরফ থেকে চিকিৎসকদের অনুরোধ করা হয়েছিল যাতে কর্মবিরতি তুলে নেওয়া হয়। তবে চিকিৎসকরা সেটা করেননি। এই আবহে আজ পুলওয়ামার উদাহরণ তুলে ধরে চিকিৎসকদের তোপ দাগলেন তৃণমূল নেতা। এই নিয়ে কুণাল সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লেখেন, ‘চিকিৎসকদের কর্মবিরতি তোলার অনুরোধসহ প্রশ্ন- পুলওয়ামার ঘটনার এখনও ন্যায়বিচার হয়নি। তাই পুলওয়ামায় ‘we want justice’ বলে জওয়ানরা যদি সীমান্ত ছেড়ে এসে ধর্ণায় বসেন, সেটাকে কীভাবে দেখবেন?’ এর আগে গতকাল তিনি একটি সিনেমার লিঙ্ক পোস্ট করেছিলেন। সিনেমাটির নাম – ‘জীবন নিয়ে খেলা’। তা নিয়ে লিখেছিলেন, ‘অঞ্জন চৌধুরীর ছবি। হাসপাতাল ও চিকিৎসকদের নিয়ে। ঘোর বাম জমানায় তৈরি ছবি। পারলে দেখবেন। হাসপাতালে সেসময় কী চলত; চক্র কী করত, সেসবের প্রেক্ষিতেই সিনেমা। একবার দেখে নেবেন।’
Related Posts
পার্ক স্ট্রিট- এসপ্ল্যানেড স্টেশনের মধ্যবর্তী ট্র্যাকে জল, আংশিক বন্ধ মেট্রো পরিষেবা
রিমেলের জেরে সোমবার সপ্তাহের প্রথম দিন ব্যাহত মেট্রো পরিষেবা। এর জেরে বিপাকে পড়েছেন বহু অফিসযাত্রী এবং কলেজ পড়ুয়ারা। মেট্রো সূত্রে খবর, পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশনের মধ্যে ট্র্যাকগুলিতে জমে রয়েছে জল। এর ফলে সকাল ৭টা ৫১ মিনিট থেকে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চালানো হচ্ছে মেট্রো। শুধুমাত্র সকালে […]
ক্যামাক স্ট্রিটে বিলাসবহুল গাড়ির তাণ্ডব, দুই পুলিশ কর্মীকে ধাক্কা
ফের রাতের কলকাতায় বিলাসবহুল গাড়ির বেপরোয়া গতি। পুলিশের তাড়া খেয়ে ফুটপাথেই দ্রুত গতিতে ছুটল গাড়িটি। পরপর সিগন্যাল ভেঙে নাকা চেকিং-এ পুলিশকে ধাক্কা মারার অভিযোগ। ঘটনায় আহত দুই পুলিশকর্মী ও আরও পাঁচজন পথচারী! মধ্যরাতে ঘটনাটি ঘটেছে কলকাতার ক্যামাক স্ট্রিট এলাকায়। সূত্রে খবর, বুধবার মধ্যরাতে অ্যালেন পার্কের কাছে প্রথমে একটি দ্রুত গতির বিলাসবহুল গাড়িকে আটকানোর চেষ্টা করেন […]
আগামী ৪ দিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে
আগামী ৪ দিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন ৷ সঙ্গে থাকবে ঝোড়ো দমকা হাওয়া। তবে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় পশ্চিমের জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কাও বেশি থাকবে ৷ আজও তাপপ্রবাহের পরিস্থিতিতে অস্বস্তিকর গরম অনুভূত হবে পশ্চিমের কয়েকটি জেলায়। তবে কলকাতায় মঙ্গলবার […]