পুলওয়ামা কাণ্ডে ‘we want justice’ বলে জওয়ানরা যদি সীমান্ত ছেড়ে এসে ধরনায় বসেন, সেটাকে কীভাবে দেখবেন? আন্দোলনকারী চিকিৎসকদের তোপ কুণালের

আরজি কর কাণ্ডে চিকিৎসকদের আন্দোলন নিয়ে প্রথম থেকেই নরমে-গরমে নিজের বার্তা তুলে ধরছেন কুণাল ঘোষ। একদিকে যেখানে তিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে সুর চড়িয়েছেন, মেনে নিয়েছেন প্রশসনিক ‘গলদ’… সেখানেই ‘রাত দখলের’ আন্দোলন এবং চিকিৎসকদের কর্মবিরতির বিরোধিতায় সুর চড়িয়েছেন। এই আবহে গতকাল সুপ্রিম কোর্টের তরফ থেকে চিকিৎসকদের অনুরোধ করা হয়েছিল যাতে কর্মবিরতি তুলে নেওয়া হয়। তবে চিকিৎসকরা সেটা করেননি। এই আবহে আজ পুলওয়ামার উদাহরণ তুলে ধরে চিকিৎসকদের তোপ দাগলেন তৃণমূল নেতা। এই নিয়ে কুণাল সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লেখেন, ‘চিকিৎসকদের কর্মবিরতি তোলার অনুরোধসহ প্রশ্ন- পুলওয়ামার ঘটনার এখনও ন্যায়বিচার হয়নি। তাই পুলওয়ামায় ‘we want justice’ বলে জওয়ানরা যদি সীমান্ত ছেড়ে এসে ধর্ণায় বসেন, সেটাকে কীভাবে দেখবেন?’ এর আগে গতকাল তিনি একটি সিনেমার লিঙ্ক পোস্ট করেছিলেন। সিনেমাটির নাম – ‘জীবন নিয়ে খেলা’। তা নিয়ে লিখেছিলেন, ‘অঞ্জন চৌধুরীর ছবি। হাসপাতাল ও চিকিৎসকদের নিয়ে। ঘোর বাম জমানায় তৈরি ছবি। পারলে দেখবেন। হাসপাতালে সেসময় কী চলত; চক্র কী করত, সেসবের প্রেক্ষিতেই সিনেমা। একবার দেখে নেবেন।’

error: Content is protected !!