অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। জখম আরও ৪১। আনাকাপাল্লি জেলার অচ্যুতপুরমের স্পেশ্যাল ইকনমিক জোনের ওই বেসরকারি কারখানার বুধবার দুপুরে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুলিস ও দমকলকর্মীরা। জখমদের উদ্ধার করে এনটিআর হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। তারপর সময় যত এগিয়েছে, ততই বেড়েছে মৃতের সংখ্যা। প্রথমে অনুমান ছিল, কারখানার রিয়্যাক্টরে বিস্ফোরণ ঘটেছে। কিন্তু আধিকারিকদের সন্দেহ, বিদ্যুৎ সংক্রান্ত বিপর্যয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই কারখানায় দু’টি শিফ্ট মিলিয়ে প্রায় ৩৩০ জন কর্মী কাজ করেন। এদিনের দুর্ঘটনা মধ্যাহ্নভোজের সময় ঘটে। ফলে আরও বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে। দুর্ঘটনার পর ধোঁয়ার কুণ্ডলী ও আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে দমকলের ছ’টি ইঞ্জিন কাজে লাগানো হয়। উদ্ধারের কাজে ডাকা হয় এনডিআরএফ দলকে। কারখানার ভেতরে আটকে পড়া ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আজ বৃহস্পতিবার ঘটনাস্থলে যাবেন। তিনি জেলা কালেক্টর ও পুলিস আধিকারিকদের সঙ্গে ঘটনা নিয়ে যোগাযোগ রেখে চলেছেন। মুখ্যমন্ত্রী ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। জখমদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।
Related Posts
কোভিশিল্ড টিকা বিতর্কে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কোভিশিল্ড টিকা বিতর্কে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে ভারতে অ্যাস্ট্রাজেনেকা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কোভিশিল্ড প্রতিষেধক বানানোর দায়িত্বে থাকা সিরাম ইনস্টিটিউট জানিয়েছে, ২০২১-এর ডিসেম্বরের পরে কোভিশিল্ড টিকার চাহিদার অতিরিক্ত উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছিল। একই সঙ্গে সংস্থা জানিয়েছে, ওই টিকা ব্যবহারে টিকাগ্রাহকদের শরীরে কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, তা টিকার ভায়ালে স্পষ্ট ভাবে লেখা […]
যৌন কেলেঙ্কারি মামলায় ৭ দিনের পুলিশি হেফাজত প্রজ্জ্বল রেভান্নার
সাসপেন্ড হওয়া জেডি (এস) সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে ৬ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠাল আদালত ৷ শুক্রবার ভোরে জার্মানির মিউনিখ থেকে দেশে ফেরার সময় প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতিকে যৌন নির্যাতনের মামলায় গ্রেফতার করা হয় । তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের তদন্তের জন্য গঠিত বিশেষ তদন্তকারী দল তাঁকে জিজ্ঞাসাবাদ করবে । এসআইটি তাঁকে ডাক্তারি পরীক্ষার পর […]
প্রথম দফা ভোটে ফের অশান্ত মণিপুর, বুথে চলল গুলি, জখম ৩
প্রথম দফা নির্বাচনের দিনেই অশান্ত হয়ে উঠল মণিপুর। গত বছর থেকে হিংসার আগুন জ্বলছে রাজ্যের বিভিন্ন এলাকায়। ভোটের শুরুতেও উত্তেজনা ছড়াল। ভোটগ্রহণ চলাকালীন এক বুথে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন ৩ জন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে আউটার মণিপুরের মৈরাঙ বিধানসভা এলাকার থামানপোকপি এলাকায়। একটি বুথ লক্ষ্য করে কয়েক রাউন্ড […]