আরজি কর কাণ্ডের পরেই চিকিৎসা পরিষেবা শিঁকেয় তুলে দেশ জুড়ে কর্মবিরতিতে নেমে পড়েছেন বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য মন্ত্রক থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের আর্জিতেও কর্মবিরতি প্রত্যাহার করেননি তারা। কিন্তু আজ বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালত কড়া অবস্থান নিতেই সুড়সুড় করে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে শুরু করেছেন তাঁরা। অবশেষে, এইমস দিল্লির রেসিডেন্ট ডাক্তাররা স্ট্রাইক প্রত্যাহার করলেন। সুপ্রিম কোর্টের আশ্বাসের পর এইমস দিল্লির রেসিডেন্ট ডাক্তাররা এই সিদ্ধান্ত নেন। আরজি কর ধর্ষণ ও হত্যাকাণ্ডে উত্তাল সারা দেশ। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর হাসপাতাল কাণ্ডের মামলার শুনানির দ্বিতীয় দিন ছিল। প্রধান বিচারপতি ছাড়াও এই বেঞ্চের বাকি দুই সদস্য হলেন বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। শুনানির দ্বিতীয় দিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “১৩ দিন ধরে এমসের চিকিৎসকেরা কাজ করছেন না। তাঁদের বলব, দয়া করে কাজে ফিরুন। আপনাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না আমরা তা নিশ্চিত করব।” চিকিৎসকদের কর্মবিরতি প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, “ওষুধ আর বিচারব্যবস্থা ধর্মঘট করতে পারে না। আমরা কি কাজ বন্ধ করে সুপ্রিম কোর্টের বাইরে বসে যেতে পারি?” শুরুতেই সিবিআই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সুপ্রিম কোর্টকে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ সেই স্ট্যাটাস রিপোর্টটি পড়েন।
Related Posts
অরুণাচল প্রদেশে সরকার গড়ার পথে বিজেপি, সিকিমে একছত্র আধিপত্য এসকেএম-এর
আজ উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচনের ভোট গণনা৷ এদিন ৬০ সদস্যের অরুণাচল বিধানসভার ৫০টি আসনে চলছে ভোটগণনা৷ অন্যদিকে, ৩২ আসনে সিকিমেও গণনা আজ৷ ভারী বৃষ্টিপাত সত্ত্বেও সকাল ৬টা থেকেই অরুণাচল প্রদেশের ২৪ জেলার হেডকোয়াটার্সে শুরু হয়েছে ভোট গণনা৷ আর দিনের শুরুতেই জয় প্রায় নিশ্চিত হওয়ারই ইঙ্গিত দিচ্ছে বিজেপি৷ দুপুরের মধ্যেই ফলাফল পরিষ্কার […]
মধ্যপ্রদেশে পর্ন ভিডিও দেখে বোনকে ধর্ষণ এবং খুনের অভিযোগ নাবালক দাদার বিরুদ্ধে
রাতে পর্ন ভিডিও দেখে পাশে ঘুমন্ত বোনকে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠল নাবালক দাদার বিরুদ্ধে। ৯ বছরের মেয়ের খুনের প্রমাণ লোপাটে ছেলেকে সাহায্য করলেন খোদ মা এবং দুই দিদি। মধ্যপ্রদেশের রাওয়া জেলার ঘটনায় চাঞ্চল্য। কিশোরীকে ধর্ষণ, খুন, পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগে ১৩ বছরের অভিযুক্ত যুবক, তার মা এবং দুই দিদিকে (বয়স যথাক্রমে ১৭ এবং ১৮) […]
জামিনের মেয়াদ আরও ৭ দিন বৃদ্ধির আবেদন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
ফের কেরজিওয়ালের নয়া ফন্দি। সুপ্রিম কোর্টে নিজের জামিনের মেয়াদ আরও সাতদিন বাড়ানোর আবেদন করল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, তিহার জেল কর্তৃপক্ষের অবহেলার শিকার তিনি। ফলে শারীরিকভাবে তিনি বেশ খানিকটা দুর্বল। প্রসঙ্গত আবগারি কেলেঙ্কারি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় সংস্থা। এরপর ভোটের প্রচারের জন্য ১ জুন পর্যন্ত অন্তবর্তী জামিন পান দিল্লির মুখ্যমন্ত্রী। তবে ২ […]