জার্মানির সোলিংজেনে যখন উৎসবে মেতে স্থানীয়রা ঠিক তখনই চলল এলোপাথাড়ি ছুরির হামলা। শুক্রবার রাতে পশ্চিম জার্মানির সোলিংজেনে বসেছিল উৎসবের আসর। সেই উৎসবের রাতেই এক ব্যক্তি হামলা করে বলে অভিযোগ উঠেছে। ছুরির হামলায় ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন বহু। রাতের উৎসবের মাঝে ছুরির হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার স্থানীয় সময় ৯টা ৪৫ নাগাদ এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি উৎসবে মুখরিত রাস্তার মাঝে হামলা চালায়। শহরের ৬৫০তম বার্ষিকী উদযাপন করতেই উৎসবে মেতে উঠেছিলেন শহরবাসী। হামলার জন্যে উৎসবের রাতকেই বেছে নিয়েছিল ওই দুষ্কৃতী। উৎসবের অংশ হিসাবে শহরের মার্কেট স্কোয়ারে একটি লাইভ ব্যান্ডের অনুষ্ঠান চলছিল। সেখানে জড়ো হয়েছিলেন বহু মানুষ। সেই ভিড়ের মধ্যে ঢুকে উন্মত্তের মত ছুরি চালানোর অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন সোলিংজেনের মেয়র। সোলিংজেন হল নেদারল্যান্ডের সীমান্তে অবস্থিত জার্মানির একটি অংশ। এখানে বিপুল জনবসতি রয়েছে। এদিকে জার্মানিতে ছুরির হামলা কিংবা গুলি চালানোর ঘটনা অন্যান্য পশ্চিমী দেশের তুলনায় অনেকটাই বিরল। ছুরি কিংবা অন্য কোন আগ্নেয়াস্ত্র বহন করা জার্মান সরকারের আইন বিরুদ্ধ। ফলে এই নির্মম হত্যাকাণ্ড ঘিরে জার্মানিতে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত পলাতক। তার খোঁজ চলছে। এর আগে জুন মাসে দক্ষিণপন্থী বিক্ষোভে হামলার সময় জার্মানির ম্যানহেইমে ছুরির হামলায় এক ২৯ বছর বয়সী পুলিশ কর্মীর মৃত্যু হয়েছিল। তারও আগে ২০২১ সালে ট্রেনে ছুটির হামলা চলেছিল। তাতে বেশ কয়েকজন আহত হয়েছিলেন।
Related Posts
কোটা-বিরোধী ছাত্র আন্দেলনে অগ্নিগর্ভ বাংলাদেশ, মৃতের সংখ্যা বেড়ে ২৭, নামল আধা সেনা, বন্ধ ইন্টারনেট এবং সরকারি চ্যানেল
সরকারি চাকরিতে সংরক্ষণ-বাতিলের দাবিতে রণক্ষেত্র বাংলাদেশ। বাংলাদেশে কমপ্লিট Shut-down। সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ২৭। নিহতদের মধ্যে হাসান মেহেদী নামে এক সাংবাদিকও আছেন। তিনি ঢাকা টাইমসে কাজ করতেন বলে জানা গিয়েছে। তাঁর শরীরে ছররা গুলির ক্ষত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া সংঘর্ষের মধ্যে পড়ে, ঢাকায় এক স্থানীয় ব্যবসায়ী, এক পথচারী এক বাস চালক এবং এক রিকশাচালকেরও […]
ব্রিটেনের মন্ত্রী হলেন বাঙালির মেয়ে লিজা নন্দী
এবারের নির্বাচনে ব্রিটেনে রেকর্ড সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ জয়ী হয়েছেন। যেমন কনজারভেটিভ, তেমনই শাসন লেবার পার্টির থেকেও বহু ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী জিতে হাউজ অফ কমনসে গিয়েছেন এবারে। এর আগে কনজারভেটিভ সরকারের সময়ে একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন ভরতীয় বংশোদ্ভূতরা। প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনক দায়িত্ব সামলেছেন প্রায় দেড় বছর। এর আগে তিনি সেদেশের অর্থমন্ত্রী ছিলেন। এছাড়াও স্বরাষ্ট্র […]
তৃতীয়বার ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হলেন নিকোলাস মাদুরো
তৃতীয়বারের জন্য ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নির্বাচিত হলেন নিকোলাস মাদুরো। রবিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। মধ্যরাতের পর ফল ঘোষণা করে জাতীয় নির্বাচন কাউন্সিল। সেই অনুযায়ী ৫১ শতাংশ ভোট পেয়েছেন মাদুরো এবং বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। উল্লেখ্য, ভোটগ্রহণ শেষ হওয়ার পরে বুথ ফেরত সমীক্ষা বিরোধীদের জয়ের দিকেই […]