রাতের শহরে বেপরোয়া হয়ে ওঠে তাঁর গাড়ি। সেই গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক বাইকআরোহী। পুলিশ সূত্রে খবর, বেসামাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। আর তার জেরেই এই দুর্ঘটনা। ইতিমধ্যেই সম্রাটের গাড়িটিকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই সম্রাট মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ। আজ তাঁকে আলিপুর আদালতে তোলা হবে। জানা যাচ্ছে, রাতে মত্ত অবস্থায় ছিলেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। বেহালা চৌরাস্তার দিক থেকে যাচ্ছিলেন টালিগঞ্জের দিকে। রাত সাড়ে ১২টা নাগাদ রাজা রামমোহন রায় রোডে মদনমোহনতলার কাছে, এক বাইক আরোহীকে ধাক্কা মারে তাঁর গাড়ি। আর বাইকে থাকা মানুষটি তাতে ছিটকে গিয়ে পড়েন। গুরুতর জখম বাইকআরোহীকে প্রথমে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বয়স তাঁর মাত্র ২৯। একটি আইসক্রিমের কারখানায় কাজ করেন এই ব্যক্তি। দুর্ঘটনায় ভেঙে টুকরো হয়ে গিয়েছে বাইক আরোহীর হাঁটু ও কোমর। জানা যাচ্ছে, ওই বাইক আরোহীকে ধাক্কা মারার পর একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে অভিনেতার গাড়ি। ওই বাড়ির গেটটিও গাড়ির ধাক্কায় ভেঙে গেছে।
Related Posts
মুক্তি পেল মনোজ বাজপেয়ীর শততম ছবি ‘ভাইয়া জি’-এর ট্রেলার
মুক্তি পেল মনোজ বাজপেয়ী অভিনীত শততম ছবি “ভাইয়া জি”-র ট্রেলার। অ্যাকশন-প্যাকড ট্রেলারে বাজপেয়ীর পাশাপাশি, ছবিতে সুবিন্দর পাল ভিকিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখা যাচ্ছে। এছাড়া ছবিতে জোয়া হোসেন, ভিপিন শর্মা এবং যতীন গোস্বামী মুখ্য ভূমিকায় রয়েছেন। আগামী ২৪মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।
‘৩দিন ধরে বন্যার জলে ভাসছে ঘাটাল’! ছবির শ্যুটিংয়ে যিশু সঙ্গে ব্যস্ত তৃণমূল সাংসদ দেব
শুক্রবার খাদানের শ্যুটিং করলেন দেব। সেই ভিডিয়োও পাপারাজ্জি মারফত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। এবার শীতে দেবের এই সিনেমা মুক্তি পেতে চলেছে। যা নিয়ে আলাদাই উত্তেজনা দর্শকদের। তবে যেখানে ঘাটালে বন্যায় ভাসছে সাধারণ মানুষ, সেখানে সেই এলাকার সাংসদের এভাবে শ্যুটিং করতে দেখে বেশ বিরক্ত সাধারণ মানুষ। ভিডিয়োতে দেখা গেল হলুদ শার্টে দেব। সঙ্গে কালো প্যান্ট। আর […]
আর্টিস্ট ফোরামের ডাকা গণ অবস্থানে যোগ দিলেন দেব
একজোট হয়ে অভয়ার মৃত্যুর বিচারের দাবিতে সরব বাংলার তারকারা। আর জি করের নারকীয় ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার কিশোর কুমারের মূর্তি সংলগ্ন এলাকায় আর্টিস্ট ফোরামের গণ অবস্থান হয়। তাতেই পাশাপাশি দেখা যায় অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব এবং অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে। মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবিতে সরব হন দেব। শহরে ছিলেন […]