বহরমপুরের মাটিতে দুর্দান্ত ইনিংস খেললেন ক্রিকেট মাঠ থেকে উঠে আসা ইউসুফ পাঠান । জয়ের ব্যবধান ৮০ হাজারের বেশি। ১৯৯৯ থেকে বহরমপুরে জিতছেন অধীর রঞ্জন চৌধুরী। একটা সময় লড়েছেন বামেদের বিরুদ্ধে। প্রথমবার চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত সেভাবে চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়নি। প্রথমবার তিনি সত্যিকারের চ্যালেঞ্জের মুখোমুখি হন ২০১৯ সালে। মুর্শিদাবাদের দুর্গ দখল করতে শুভেন্দু অধিকারীকে পাঠালেন তৃণমূল নেত্রী। একে একে তৃণমূলে যোগ দেওয়া শুরু করলেন প্রদেশ কংগ্রেস সভাপতির সাঙ্গপাঙ্গরা। লোকসভায় নিজের জেলায় দুটি আসন হারালেন অধীর। তবে তৃণমূলের বিজয়রথ সেবার রুখে দিয়েছিল বহরমপুর। এবার পারল না অধীর।
Related Posts
বিরাটি স্টেশনে বাচ্চা চুরির ঘটনা গুজব, অভিযুক্ত মহিলাই শিশুটির মা
বিরাটিকাণ্ডে নয়া মোড়! বাচ্চা চুরির অভিযোগে অভিযুক্ত মহিলা শিশুটির মা ৷ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বুধবার রাতেই এমনটা জানানো হয়েছে শিয়ালদা জিআরপি’র তরফে। অর্থাৎ মহিলার বিরুদ্ধে বাচ্চা চুরির যে অভিযোগ এনে ট্রেন যাত্রীরা হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ছিলেন বিরাটি স্টেশনে। সেই অভিযোগের কোনও ভিত্তি নেই বলে জানাল রেল পুলিশ। এর নেপথ্যে ‘গুজব’ রয়েছে বলেই মনে করছেন তাঁরা। […]
Cyclone Remal: আরও শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে রিমল, আর ২-৩ ঘণ্টার মধ্যে শুরু ল্যান্ডফল প্রক্রিয়া
আর মাত্র ২ থেকে ৩ ঘণ্টা। এবার শুরু হবে ল্যান্ডফল প্রক্রিয়া। জানাল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, সরে গিয়েছে প্রায় উত্তর দিকেই। গত ৬ ঘণ্টার ধরে বঙ্গোপসাগরে ঘুর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬ কিমি। সাগর থেকে এখন রিমলের দূরত্ব ১৩০ কিমি, আর বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৪০ কিমি। বাংলাদেশ ও লাগোয়া পশ্চিমবঙ্গে উপকূল থেকে মোটে […]
সরকারি পাসওয়ার্ড চুরি করে লক্ষ্মীর ভান্ডার টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার বিজেপির বুথ সভাপতি সহ ৩
লক্ষ্ণীর ভান্ডার দেওয়া হয় গৃহবধূদের। সেই জায়গায় তা পেয়েছেন এক পুরুষ। খানাকুলের বিডিওর অভিযোগের ভিত্তিতে পূর্ব মেদিনীপুরের ময়না থেকে গ্রেফতার এক বিজেপিপর বুথ সভাপতি। ধৃত ব্যক্তি স্বীকারও করেছেন তিনি টাকা পেয়েছেন। হুগলির খানাকুল দু নম্বর ব্লকের বিডিও অফিসে কারচুপি করে বিজেপির বুথ সভাপতি সহ তার ছেলে ও কয়েকজন পেয়েছিল লক্ষীর ভান্ডারের টাকা। আর এনিয়ে খানাকুল […]