মহিলা সহ সচিব পেল আইএফএ, দায়িত্ব নিলেন সুদেষ্ণা মুখোপাধ্যায়

আইএফএ-র প্রশাসনে নারী ক্ষমতায়ন ৷ চার দশকের কাছাকাছি সময় পরে আইএফএ সহ-সচিব পদে ফের কোনও মহিলাকে বসতে দেখা যাবে ৷ আইএফএ-র সহ-সচিব হচ্ছেন সুদেষ্ণা মুখোপাধ্যায় ৷ এর আগে প্রথম সহ-সচিব ছিলেন অসীমা পাত্র ৷ আইএফএ-র প্রয়াত প্রাক্তন সহ-সভাপতি দেবজ্যোতি মুখোপাধ্যায় (দেবু) কন্যা সুদেষ্ণা মুখোপাধ্যায় কলকাতা ময়দানের পরিচিত মুখ ৷ তিনি ক্লাব প্রশাসক হিসেবে যেমন কাজ করছেন ৷ তেমনি ম্যাচ কমিশনারের ভূমিকাও পালন করেছেন সুদেষ্ণা মুখোপাধ্যায় ৷ উল্লেখ্য, আইএফএ-র নবগঠিত বোর্ডে আগের চার সহ-সচিবদের মধ্যে কেবল, রাকেশ মুন ঝা রয়েছেন ৷ যে তিনজন বাদ পড়লেন, তাঁরা হলেন নজরুল ইসলাম, সুফল গিরি এবং শুভাশিস সরকার ৷ বদলে নতুন তিন মুখ বিশ্বজিৎ ভাদুড়ি, সুদেষ্ণা মুখোপাধ্যায় এবং মহম্মদ জামাল ৷ আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছেন, কাজের ভিত্তিতে সহ-সচিব নির্বাচন করা হয়েছে ৷ যাঁরা ভালো কাজ করেছেন, তাঁদের দায়িত্বে তুলে নিয়ে আসা হয়েছে ৷

error: Content is protected !!