মাঙ্কিপক্স নিয়ে এখনই চিন্তার কোনও কারণ নেই। জানিয়ে দিলেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী সরণ প্রকাশ পাটিল। তিনি বলেন, আফ্রিকার বেশ কয়েকটি দেশে এই মাঙ্কিপক্স ভয়াবহ আকার নিলেও ভারতে এর কোনও প্রভাব পড়বে না। এখানেই থেমে থাকেননি মন্ত্রী। তিনি আরও বলেন, ভারত মাঙ্কিপক্স মোকাবিলায় প্রস্তুত। তাই অহেতুক চিন্তার কোনও কারণ নেই।একটু সতর্ক থাকলেই আটকানো যায় মাঙ্কিপক্স। এটি দুই থেকে চার সপ্তাহ থাকে। সঠিক ওষুধ এবং চিকিৎসা পেলেই এর থেকে মুক্তি লাভ করা যায়। তবে যার এই রোগ হয়েছে তার থেকে অন্যের দেহে এই রোগ অতি দ্রুত ছড়ায়। তাই একটু সাবধান থাকতেই হবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নির্দেশিকা দিয়েছে। সেইমত কাজ করছে বিভিন্ন রাজ্য। শুধু কর্ণাটক নয়, দেশের অন্য রাজ্যেও যাতে মাঙ্কিপক্স ছড়ায় সেজন্য নজর রাখা হচ্ছে।ভারতের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে যারা বিদেশ থেকে আসছেন তাঁদের শারীরিক পরীক্ষা করা হচ্ছে। ভারতে যাতে কোনওভাবেই এই রোগ ছড়িয়ে না পড়ে, তার জন্য আগাম বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থার কথা উল্লেখ করেছেন তিনি। তালিকায় রয়েছে স্যানিটাইজেশন, প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতাল পরিচ্ছন্ন রাখা, বিমানবন্দর, বন্দর, গ্রাউন্ড ক্রসিংয়ে স্ক্রিনিংয়ের ব্যবস্থা। এছাড়াও দেশে ৩২টি ল্যাবরেটরিতে স্বাস্থ্য পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। যদি কারও শরীরে মাঙ্কিপক্স থাবা বসায় সে ক্ষেত্রে তাদের আইসোলেট করে রাখার বন্দোবস্ত নিয়েও তৈরি থাকতে বলেছেন জেপি নাড্ডা। মূলত যৌন সঙ্গম, শরীর নির্যাসিত রস এবং জামাকাপড় থেকে এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এছাড়াও শ্বাসনালি, ক্ষতস্থান, নাক, মুখ কিংবা চোখের মাধ্যমে এই ভাইরাস প্রবেশ করতে পারে সুস্থ ব্যক্তির দেহে। মাঙ্কিপক্স বা এমপক্সের নয়া স্ট্রেন আরও ভয়ঙ্কর, যার প্রকোপে ঘটছে শিশুমৃত্যু এবং গর্ভপাতের মতো ঘটনা। সাধারণত বন্য পশুপ্রাণী থেকেই এই অসুখ মানদবদেহে ছড়ায়। তবে সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে, এক ব্যক্তির থেকে অপর ব্যক্তির শরীরে অনায়াসেই ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স।
Related Posts
‘প্রধানমন্ত্রীর নয়া কাশ্মীরের বিরুদ্ধে লড়ব’, ভোটের আগে জেল থেকে বেরিয়ে বললেন রশিদ
ভোটের আগে জেল থেকে বেরলেন বারামুল্লার সাংসদ ইঞ্জিনিয়র রশিদ ৷ মঙ্গলবার তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে দিল্লির একটি আদালত ৷ সেইমতো বুধবার বিকেলে রশিদ তিহাড় থেকে সাময়িক মুক্তি পেলেন তিনি ৷ জম্মু-কাশ্মীরে আসন্ন বিধানসভা ভোটে প্রচারের জন্য তিনি আপাতত 2 অক্টোবর পর্যন্ত জেলের বাইরে থাকতে পারবেন, নির্দেশ দিয়েছে আদালত ৷ এদিন, জেলের বাইরে সাংবাদিকদের রশিদ […]
কংগ্রেসের সঙ্গ ত্যাগ, হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল আপ
কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না আম আদমি পার্টির ৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশও করল আপ। প্রথম তালিকায় ২০ জন প্রার্থীর নাম রয়েছে। এই তালিকা প্রকাশের পাশাপাশি, আপ হরিয়ানার সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও ঘোষণা করেছে ৷ এরই সঙ্গে কেজরিওয়ালের দল এও স্পষ্ট করে দিয়েছে, হরিয়ানার নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও জোট হবে না। […]
মহারাষ্ট্রের নাসিকে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই যুদ্ধবিমান
মহারাষ্ট্রের নাসিকে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার সুখোই যুদ্ধবিমান ৷ মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ৷ নাসিক রেঞ্জের স্পেশাল ইনস্পেক্টর জেনারেল ডিআর করালে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, পাইলট এবং সহ-পাইলট নিরাপদে ওই যুদ্ধবিমান থেকে বেরিয়ে পড়তে সক্ষম হয়েছেন ৷ তাঁরা সামান্য আহত হয়েছেন ৷ আইপিএস অফিসার জানিয়েছেন, শিরসগাঁও গ্রামের কাছে একটি মাঠে বিমানটি ভেঙে পড়ে […]