দেশের ৫৭টি লোকসভা কেন্দ্রে চলছে অন্তিম দফার ভোটগ্রহণ। ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ আনলেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। শনিবার বিকেল ৪টে ৩৬ মিনিট নাগাদ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই অভিযোগ করেন কংগ্রেস নেতা। জয়রাম অভিযোগ করলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ধরে ধরে গোটা দেশের সব জেলা শাসকদের ফোন করা শুরু করেছেন। এখনও পর্যন্ত দেড়’শ জন জেলা শাসকের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। কংগ্রেস সাধারণ সম্পাদক বলেন, এর মানে পরিষ্কার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জেলা শাসকদের ভয় দেখাচ্ছেন, তাঁদের শাসানি দিচ্ছেন। একইসঙ্গে এই কংগ্রেস নেতা বলেন, জেলাশাসকরা যেন কোনও চাপের কাছে নতিস্বীকার না করেন। সংবিধানের শপথ নিয়েছেন তাঁরা। সেই মোতাবেক যেন কাজ করেন। কারণ, মনে রাখতে হবে, তাঁদের উপরও নজর থাকবে। শনিবার সন্ধে থেকে বুথ ফেরত সমীক্ষার সম্প্রচার শুরু হবে। তা নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিতর্কও হবে। এই বিতর্ক থেকে কংগ্রেস নিজেদের দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ দিন জয়রাম রমেশ বলেন, একটা কথা বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী বুঝে নিন। জনমত, মানুষের ইচ্ছারই জয় হবে। ৪ জুন মিস্টার মোদী, শাহ আর বিজেপির এক্সিট হবে। ইন্ডিয়ার জনবন্ধনই জিতবে।
Related Posts
বিহারের দারভাঙ্গায় বিয়ে চলাকালীয় আতশবাজির জেরে সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের ৬ জনের মৃত্যু
বিহারের দারভাঙ্গা থেকে এক বেদনাদায়ক ঘটনা সামনে এসেছে। জানা গেছে, দারভাঙ্গার আলিনগর ব্লকের আঁতোর গ্রামে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশের তদন্তে জানা গেছে, বাজির কারণে ঘরে আগুন লেগে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় কিছু গবাদি পশুও মারা যাওয়ার খবর পাওয়া গেছে। পুলিশি তদন্তে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ওই গ্রামে […]
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লাল গোলাপ উপহার দিলেন কঙ্গনা রানাওয়াত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লাল গোলাপ উপহার দিলেন কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশের মান্ডি থেকে এবার কঙ্গনা রানাওয়াতকে প্রার্থী করেছে বিজেপি। শুক্রবার কঙ্গনার সমর্থনে নির্বাচনী প্রচারের জন্য হিমাচল প্রদেশের মান্ডিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই মোদীকে একটি লাল গোলাপ উপহার দেন কঙ্গনা। মোদীকে লাল গোলাপ দেওয়ার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কঙ্গনা। ছবিতে দেখা যাচ্ছে, কঙ্গনার হাত থেকে […]
অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩, আশঙ্কাজনক ২
বুধবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জন। পুলিশ সূত্রে খবর, আজ ভোরবেলায় মুসুনুর টোল প্লাজায় দুর্ঘটনাটি ঘটে। চেন্নাই থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন গাড়ির যাত্রীরা। সামনের একটি লরিকে ওভারটেক করার সময়েই দুর্ঘটনাটি ঘটে। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গাড়িটি […]