আমুল দুধের দাম বাড়ল, আগামীকাল থেকে দেশের সব বাজারে নতুন দর প্রযোজ্য হবে

লোকসভা নির্বাচনের আগেই দামি হয়ে গেল আমুল দুধ। গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (জিসিএমএমএফ) জানিয়েছে যে দুধের অপারেশন এবং উৎপাদনের সামগ্রিক খরচ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সোমবার থেকে সব ধরনের আমুল দুধের দাম প্রতি লিটারে ২ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে সারা দেশে আমুল দুধের পাউচের দাম লিটার প্রতি ২ টাকা বাড়বে।GCMMF আমুল ব্র্যান্ডের অধীনে দুধ এবং দুগ্ধজাত পণ্য বাজারজাত করে। জিসিএমএমএফের ব্যবস্থাপনা পরিচালক জয়ন মেহতা বলেন, আমুল ব্র্যান্ডের অধীনে সব ধরনের দুধের দাম লিটার প্রতি ২ টাকা করে বাড়ানো হয়েছে। শেষবার GCNMF দুধের দাম বাড়িয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে।

error: Content is protected !!