লোকসভা নির্বাচনের আগেই দামি হয়ে গেল আমুল দুধ। গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (জিসিএমএমএফ) জানিয়েছে যে দুধের অপারেশন এবং উৎপাদনের সামগ্রিক খরচ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সোমবার থেকে সব ধরনের আমুল দুধের দাম প্রতি লিটারে ২ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে সারা দেশে আমুল দুধের পাউচের দাম লিটার প্রতি ২ টাকা বাড়বে।GCMMF আমুল ব্র্যান্ডের অধীনে দুধ এবং দুগ্ধজাত পণ্য বাজারজাত করে। জিসিএমএমএফের ব্যবস্থাপনা পরিচালক জয়ন মেহতা বলেন, আমুল ব্র্যান্ডের অধীনে সব ধরনের দুধের দাম লিটার প্রতি ২ টাকা করে বাড়ানো হয়েছে। শেষবার GCNMF দুধের দাম বাড়িয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে।
Related Posts
আন্তর্জাতিক যোগ দিবসে জম্মু-কাশ্মীরে যোগাভ্যাসে প্রধানমন্ত্রী মোদি
দেশ তথা সারা বিশ্ব জুড়ে ১০ তম যোগ দিবস পালিত হচ্ছে আজ, ২১ জুন ৷ জম্মু ও কাশ্মীর থেকে এই বিশেষ দিনটি উদযাপন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শ্রীনগরের ডাল লেকের তীরে স্থিত শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনসন কমপ্লেক্সে এই বিশেষ দিনটির আয়োজন করা হয়েছে ৷ সেই আয়োজনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এই বছর যোগ দিবসের প্রধান […]
ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস ব্রহ্মপুত্র-এ বিধ্বংসী আগুন
ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস ব্রহ্মপুত্র-এ বিধ্বংসী আগুন। জানা যায়, মুম্বইয়ের নৌবাহিনীর ডকে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল আইএনএস ব্রহ্মপুত্র-এর। রবিবার রাতে ভারতীয় নৌবাহিনীর এই যুদ্ধজাহাজে আগুন লাগে। নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, সমস্ত কর্মীরা নিরাপদে আছেন, শুধু একজন জুনিয়র নাবিক নিখোঁজ। উদ্ধারকারী দল তাঁকে খুঁজছে। নৌবাহিনী জানিয়েছে, জাহাজটি একদিকে হেলে পড়েছে। ডকে নির্দিষ্ট বার্থে হেলানো অবস্থাতেই রাখা হয়েছে […]
হিমাচলপ্রদেশ জল দেবে দিল্লিকে, নির্দেশ সু্প্রিমকোর্টের
জলের অভাবে ভুগছে দিল্লি। সঙ্গে দোসর তাপমাত্রার পারদ। তবে দিল্লিবাসীর জন্য সুখবর নিয়ে এসেছে সুপ্রিমকোর্ট। হিমাচল প্রদেশ জল দেবে দিল্লিকে। হরিয়ানাকে এবিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। যদিও হরিয়ানা সরকার জানিয়েছে হিমাচল প্রদেশ থেকে অতিরিক্ত জল কীভাবে তারা বন্টন করবেন তা তারা জানেন না। তবে শীর্ষ আদালত এবং দিল্লিবাসীর কথা ভেবে তারা এবিষয়ে যা […]