টানা বৃষ্টির জেরে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দরের মধ্যে জল। বিমানবন্দরে যাওয়ার রাস্তাতেও জল জমে বেহাল পরিস্থিতি। যে কারণে এদিনের জন্য সব বিমান বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গাড়ির চালকরা জানিয়েছে, জাতীয় সড়ক থেকে বিমানবন্দরে যাওয়ার রাস্তায় জল জমে রয়েছে, ফলে গাড়ি চলাচলেও অসুবিধা হচ্ছে। দুর্ভোগে পড়া যাত্রীদের অভিযোগ, দেশে অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর হয়ে ওঠার পরেও অন্ডাল বিমানবন্দরে যাওয়ার রাস্তায় অনেক সময়ই জল থাকে। অন্ডাল বিমানবন্দর থেকে মুম্বই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাইয়ের বিমান ছাড়ে। এছাড়াও ওই বিমানবন্দর থেকে বাগডোগরা ও গুয়াহাটির বিমানও চলাচল করে। ফলে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর এখন দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলের মানুষ-সহ পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে গুরুত্বপূর্ণ বিমানবন্দর। যদিও সেখানে সুপরিকল্পিত নিকাশি ব্যবস্তা নেই বলে অভিযোগ যাত্রীদের। এদিকে, গত ২৪ ঘন্টা টানা বৃষ্টিতে জলমগ্ন আসানসোল এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড। আসানসোল পুরসভার রেলপার ওকে রোড এলাকায় টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। গারুই নদীর জল উপচে পড়ে ওকে রোড এলাকায় অসংখ্য বাড়িতে জল ঢুকে গেছে বলে স্থানীয়দের অভিযোগ।
Related Posts
বন্যা পরিস্থিতি দেখতে ৪ দিনের সফরে মুখ্যমন্ত্রী
গত কয়েকদিনের ভারি বৃষ্টি ও তার মাঝে ডিভিসির জল ছাড়ায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত। ভয়াবহ পরিস্থিতি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। বুধবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে চারদিনের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে যাবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, নিম্নচাপ ও বর্ষণের ফলে নদীগুলিতে জলস্থর বেড়েছে। […]
গভীর রাতে মালদায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৬
মালদায় ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু হল ৬ জনের। গুরুতর আহত একজনকে মালদায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতরা প্রত্যেকেই মালদার বাসিন্দা। জানা গিয়েছে, দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারে। তাতেই ৬ জনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গৌড়বঙ্গ স্টেশনের কাছে ৩৪ নম্বর জাতীয় […]
প্রেমিকাকে ফোন করে ডেকে এনে রাস্তায় কুপিয়ে খুন
এ বার প্রেমিকাকে ফোন করে ডেকে এনে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ দিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায়। ঘটনার কিছু ক্ষণের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ভরদুপুরে প্রকাশ্যে এমন হাড়হিম করা ঘটনায় থমথমে গোটা এলাকা। ইতিমধ্যে মৃতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সূত্রে খবর, মুর্শিদাবাদের দৌলতাবাদের প্রাথমিক […]