আরও বিপাকে পড়লেন শিল্পপতি অনিল আম্বানি। প্রতারণার অভিযোগে এবার পাঁচ বছরের জন্য তাঁকে নিষিদ্ধ ঘোষণা করল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বা সেবি। পাশাপাশি রিলায়েন্স হোম ফাইনান্সের প্রাক্তন কর্তাকে ২৫ কোটি টাকা জরিমানাও করা হয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে আজ, শুক্রবার অনিল ধীরুভাই আম্বানি গ্রুপের (এডিএজি) শেয়ারগুলিতে বড়সড় ধস নামল। এদিন এই গ্রুপের কোম্পানিগুলির শেয়ারের দাম প্রায় ১৪ শতাংশ পর্যন্ত হ্রাস পায়। সেবির তরফে জানানো হয়েছে, রিলায়েন্স হোম ফাইনান্সের কয়েকজন শীর্ষ কর্তা, অনিল আম্বানি-সহ অন্য ২৪টি সংস্থার বিরুদ্ধে সরকারি নিয়ম না মেনে প্রতারণার অভিযোগ রয়েছে। সেজন্যই তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে আগামী পাঁচ বছর সিকিউরিটিজ মার্কেটের সঙ্গে অনিল কোনওভাবেই যুক্ত থাকতে পারবেন। একই সঙ্গে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার তালিকাভুক্ত কোনও পাবলিক কোম্পানির পদেও থাকতে পারবেন না তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে অনিল-সহ তিনজনের বিরুদ্ধে বেআইনিভাবে রিলায়েন্স হোম ফাইনান্স সংস্থার তহবিল থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। এরপরই তাঁদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। প্রসঙ্গত, একসময় বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি থাকা অনিল আম্বানি বর্তমানে সম্পূর্ণভাবে দেউলিয়া। তথ্য অনুযায়ী, রিলায়েন্স কমিউনিকেশন, রিলায়েন্স টেলিকম ও রিলায়েন্স ইনফ্রাটেলের ঋণ যথাক্রমে ৪৯ হাজার কোটি, ২৪ হাজার কোটি ও ১২ হাজার কোটি টাকা। এই বিপুল ঋণের ভারে জর্জরিত থাকায় অনিল আগেই জানিয়ে দেন যে এইমুহূর্তে তাঁর তেমন উল্লেখযোগ্য কোনও সম্পত্তি নেই। এমনকি, জীবনধারণের জন্যও তিনি স্ত্রী এবং সন্তানের উপরেই নির্ভরশীল।
Related Posts
সিকিমে ১৫০ ফুট লম্বা ফুটব্রিজ তৈরি করল ভারতীয় সেনা
একটানা বৃষ্টির জেরে সিকিমে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী। অবিরাম বৃষ্টির জেরে কোথাও ভেসে গিয়েছে রাস্তা, কোথাও বা ভেঙে গিয়েছে ব্রিজ। উত্তর সিকিমে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। চলছে উদ্ধারকাজ। নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হচ্ছেন উত্তর সিকিমের স্থানীয় বাসিন্দারা। উত্তর সিকিমের ক্ষতিগ্রস্ত গ্রামগুলির মধ্যে সংযোগ স্থাপন করার জন্য ভারতীয় সেনার ইঞ্জিনিয়াররা তৈরি করলেন ১৫০ ফুট […]
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক ইরানের মৎস্যজীবীদের নৌকো
ইরানের মৎস্যজীবীদের নৌকা আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। রবিবার ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (আইসিজি) কেরালা উপকূলের বেয়োরের পশ্চিমে ৬ ভারতীয় মৎস্যজীবী সহ আটক করে ইরানি নৌকাটি। নৌকাটি আটক করার পরে, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একটি দল নৌকাটিতে উঠে সব দিক খতিয়ে দেখে। কোন অপরাধমূলক কার্যকলাপের জন্য নৌকাটি ব্যবহার করা হচ্ছিল কিনা সেই দিক খতিয়ে দেখা হয়। প্রাথমিক […]
হরিয়ানায় বাস-ট্রাভেলারের সংঘর্ষ, মৃত ৭ তীর্থযাত্রী, গুরুতর আহত ২৫
ফের হরিয়ানায় ভয়াবহ পথ দুর্ঘটনা। জানা গিয়েছে, হরিয়ানার আম্বালায় বাস এবং ট্রাভেলারের সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন মারা গিয়েছে। প্রায় ২৫ জন গুরুতর আহত। ঘটনাটি ঘটে শুক্রবার ভোররাতে। আম্বালা-দিল্লি-জম্মু জাতীয় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। বাসটি তীর্থযাত্রীদের নিয়ে বৈষ্ণোদেবীর উদ্দেশ্য যাচ্ছিল। রাস্তায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা মারে। দুর্ঘটনায় একই পরিবারের শিশুসহ সাতজন নিহত। আহত […]