আবারও নতুন ভাবে পর্দায় ধরা দিতে চলেছেন অঙ্কিতা লোখান্ডে। সন্দীপ সিং-এর পরিচালনায় নগরনটী আম্রপালি-তে দেখা যাবে অঙ্কিতাকে। এর আগে এই চরিত্রে অভিনয় করেছেন সুপ্রিয়া দেবী, বৈজয়ন্তীমালা। দুই কিংবদন্তি অভিনেত্রীর জুতোয় পা রাখার আগে অঙ্কিতা তাই প্রত্যেকের শুভেচ্ছা এবং আশীর্বাদ চেয়েছেন। অভিনেত্রীর দাবি, সন্দীপের আগের কাজ তাঁকে প্রচুর প্রশংসা এনে দিয়েছে। তিনিও যে সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারেন, সেটাও প্রমাণিত। তাই সন্দীপ সিরিজ ‘আম্রপালি’র কথা বলতেই তিনি এক কথায় রাজি। এবং ইতিমধ্যেই নিজেকে চরিত্রের জন্য গড়েপিটে নিচ্ছেন। আগামীতেও এই ধরনের চরিত্রেই নিজেকে বেশি করে মেলে ধরতে চেষ্টা করবেন, আশ্বাস তাঁর। আর্য যুগে নগরবধূ বা নগরনটীদের বিশেষ সম্মান ছিল। তিনি রাজনতর্কী হলে সেই সম্মান আরও বেশি। বৌদ্ধ যুগেও সেই ধারা অব্যাহত ছিল। এই সময়ের বিশিষ্ট নতর্কী আম্রপালি। যিনি সৌন্দর্য এবং অপার করুণার মূর্ত প্রতীক। সিরিজে গানের দায়িত্বে ইসমাইল দরবার।
Related Posts
বাংলাদেশের ঈদের নাটকে গান গাইলেন অনুপম রায়
এবার এপার বাংলা পাশাপাশি বাংলাদেশেও কাজ করছেন অনুপম রায়। বাংলাদেশের টেলিভিশনে যুক্ত হলেন তিনি। এবার বাংলাদেশের নাটকে যুক্ত হলেন তিনি। ঈদের নাটক ‘আদরে থেকো’তে গান গেয়েছেন তিনি।ইশতিয়াক আহমেদের লেখা এই নাটকটি এটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। অভিনয়ের পাশাপাশি নাটকটি প্রযোজনা করেছেন অভিনেতা নিলয় আলমগীর। এই নাটকের গানেই কণ্ঠ দিয়েছেন অনুপম। এর আগেও বাংলাদেশের ছবিতে গান গেয়েছেন […]
স্তব্ধ টলিপাড়া, জট কাটাতে নবান্নে বৈঠকে গৌতম-প্রসেনজিৎ-দেব
কলকাতাঃ টলিপাড়ায় অব্যাহত অচলাবস্থা। পরিচালক-প্রযোজক এবং ফেডারেশন, টেকনিশিয়ানরা সারলেন বৈঠক দফায় দফায়। তবু মেলেনি রফাসূত্র। শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে নবান্নে গেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, গৌতম ঘোষ। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে টলিপাড়ার শুটিং বন্ধের পরিস্থিতি তুলে ধরেন তাঁরা। সেই বৈঠকের পরই আশার আলো দেখছে গোটা টলিউড। বৈঠকের পর নিজের […]
কৃষকদের ‘খালিস্তানি’ বলার শাস্তি দিতেই বিমানবন্দরে কঙ্গনাকে কষিয়ে ‘চড়’ মারলেন মহিলা সিআইএসএফ জওয়ান
দিল্লি ঘেরাও করেছিলেন কৃষকরা। সেই কৃষকদের খালিস্তানি বলে তোপ দেগেছিলেন কঙ্গনা রানাওয়াত। কৃষকদের খালিস্তানি বলে দাগিয়ে দেওয়ার বিরুদ্ধে সজোরে জবাব দিলেন সিআইএসএফ কর্মী কুলবিন্দর কৌর। বৃহস্পতিবার সাংসদ হিসাবে প্রথমদিন দিল্লি যাচ্ছিলেন কঙ্গনা। সেই সময় চণ্ডীগড় এয়ারপোর্টে কুলবিন্দর কৌর নামে এক সিআইএসএফ জওয়ান কষিয়ে থাপ্পড় মারেন কঙ্গনাকে। জানা গিয়েছে, একুশ সালে মাসখানেক ধরে জারি থাকা দিল্লির […]