১৬ মাস পর গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডলের কন্যার

৬ মাস পর গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। গত ১৬ মাস ধরে দিল্লিতে তিহাড় জেলে বন্দি ছিলেন তিনি। সেখানেই বন্দি রয়েছেন সুকন্যার বাবা অনুব্রত মণ্ডলও। বুধবার গরু পাচারের ঘটনায় ইডি যে মামলা দায়ের করেছিল তার শুনানি ছিল দিল্লি হাইকোর্টে। সেই মামলাতেই জামিন পেয়েছেনন সুকন্যা। ২০২৩ সালের ২৬ এপ্রিল ইডির হাতে গ্রেপ্তার হন অনুব্রত কন্যা। তারপর থেকেই বন্দি ছিলেন তিহাড় জেলে। এই একই মামলায় অনুব্রতও তিহাড়ে বন্দি। এদিন শুনানির পর দিল্লি হাইকোর্টের তরফে জামিন দেওয়া হয় সুকন্যাকে। সুকন্যা মণ্ডল গ্রেপ্তার হওয়ার প্রায় সাড়ে আট মাস আগে গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অনুব্রতকে তিহাড় জেলে বন্দি রাখা হয়। এরপরে ওই একই মামলার তদন্তে অনুব্রত কন্যা সুকন্যাকে একাধিক বার তলব করা হয়। দিল্লিতে ইডি দপ্তরে গিয়ে হাজিরা দেন সুকন্যা। ২০২৩ সালের ২৬ এপ্রিলই সুকন্যাকে দিল্লি থেকে গ্রেপ্তার করে ইডি।

error: Content is protected !!