একটানা বৃষ্টির জেরে সিকিমে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী। অবিরাম বৃষ্টির জেরে কোথাও ভেসে গিয়েছে রাস্তা, কোথাও বা ভেঙে গিয়েছে ব্রিজ। উত্তর সিকিমে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। চলছে উদ্ধারকাজ। নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হচ্ছেন উত্তর সিকিমের স্থানীয় বাসিন্দারা। উত্তর সিকিমের ক্ষতিগ্রস্ত গ্রামগুলির মধ্যে সংযোগ স্থাপন করার জন্য ভারতীয় সেনার ইঞ্জিনিয়াররা তৈরি করলেন ১৫০ ফুট লম্বা ফুটব্রিজ। তিস্তা নদীর ওপরেই তৈরি করা হয়েছে এই ফুটব্রিজ। অত্যন্ত প্রতিকূল আবহাওয়া এবং কঠিন পরিস্থিতির মধ্যে সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা তাঁদের অতুলনীয় প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করেছেন। আটচল্লিশ ঘণ্টার কম সময়ের মধ্যে সম্পূর্ণ হয়েছে ব্রিজ তৈরির কাজ। এই ব্রিজের মাধ্যমে সেনার তরফে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করা হচ্ছে ক্ষতিগ্রস্ত গ্রামগুলিতে। পারাপার করছেন গ্রামের বাসিন্দারাও। সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সেতু নির্মাণ করা হয়েছে। উত্তর সিকিমে পুনরায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারতীয় সেনা। ত্রিশক্তিবাহিনী এখনও পরিস্থিতির ওপর নজরদারি চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা দেওয়া হচ্ছে সেনার তরফে।
Related Posts
লাদাখে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ৬, আহত ২২
লাদাখে ভয়াবহ দুর্ঘটনায় বাস উলটে মৃত ৬। আহত ২২। পুলিশ সূত্রে খবর, বাসটি বিয়ে বাড়িতে যাচ্ছিল। স্কুলে্র এক কর্মীর বিয়ে উপলক্ষ্যে বাসটি রওনা দিয়েছিল। দুরবুক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। লেহ জেলা প্রশাসক সন্তোষ সুখদেবে জানিয়েছেন, বাসটি স্কুলের কর্মীদের নিয়ে তাদের এক সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনা ঘটে। বাসটি […]
মেঘালয়ের পূর্ব গারো পার্বত্য জেলা থেকে উদ্ধার অসমের তিন যুবকের দগ্ধ মৃতদেহ
প্রতিবেশী রাজ্য মেঘালয়ের পূর্ব গারো হিলস জেলায় অসমের তিন যুবকের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মাটিতে আংশিক পুঁতে রাখা লাশের বিষয়ে পুলিশ জানায়, একই এলাকার রংমিলে একটি পোড়া গাড়িও পাওয়া গেছে। বুধবার জারি করা বিবৃতি অনুসারে, পুলিশ জানিয়েছে, তিনজন একই গাড়িতে অসমের গোয়ালপাড়া জেলা থেকে মেঘালয়ে প্রবেশ করেছিল। নিহতরা হলেন- জাহিদুল ইসলাম (২৫), জামুর আলী […]
বেসরকারি চাকরিতেও ভূমিপুত্রদের ১০০% সংরক্ষণ! কর্ণাটক সরকারের নতুন বিল নিয়ে জল্পনা তুঙ্গে
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, কর্ণাটকের বেসরকারি সেক্টরে কিছু কিছু চাকরির ক্ষেত্রে কর্ণাটকের ভূমিপুত্রদের জন্য ১০০ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত বিল আনতে চলেছে তাঁর সরকার৷ সিদ্দারামাইয়া জানিয়েছেন, মন্ত্রিসভায় এই ১০০ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত বিল পাস হয়ে গিয়েছে৷ যদিও, এই বিলকে বিভাজনমূলক এবং প্রাচীনপন্থী বলে দেগে দিয়েছেন এক শ্রেণির চাকরিজীবীরা৷ আরেক দল বলছেন, এই বিল যেন কোনও ভাবেই […]