আবগারি কেলেঙ্কারি মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। জামিন পাওয়ায়, স্বাভাবিকভাবেই চাপ বাড়ল ইডির। আজ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়। সেখানেই স্বস্তি দেওয়া হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। এদিকে বেশ কিছু বিষয় সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চে রেফার করেছে। এদিকে জামিন পেলেও আপাতত জেলেই থাকতে হবে কেজরিকে। কারণ তিনি সিবিআইয়ের হাতেও গ্রেফতার হয়েছেন কয়েকদিন আগে। সম্প্রতি আদালত কক্ষেই দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল সিবিআই। এর আগে ইডি তাঁকে গ্রেফতার করেছিল। সেই মামলায় হাই কোর্টে প্রথমে জামিন পেয়েছিলেন কেজরিওয়াল। তবে পরে সেই জামিনের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল।
Related Posts
অন্ধ্রপ্রদেশে সায়ানাইড মেশানো পানীয় খাইয়ে খুন করে টাকা-গয়না লুটের অভিযোগ, ধৃত ৩ মহিলা ‘সিরিয়াল কিলার’
প্রথমে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে ভাব জমাতেন। তারপর আড্ডার ফাঁকে খাওয়াতেন সায়ানাইড মিশ্রিত পানীয়। সেই ব্যক্তি মৃত্যুর কোলে ঢোলে পড়তেই টাকাপয়সা, গয়না লুট করে চম্পট। এভাবেই দিনের পর দিন সিরিয়াল কিলিং চলছিল অন্ধ্রে। অবশেষে পুলিশের জালে তিন মহিলা। অন্ধ্রপ্রদেশে তেনালি জেলায় একের পর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়। ঘটনার তদন্তে নেমে […]
গুজরাত উপকূলের কাছে আরব সাগরে আছড়ে পড়ল কোস্টগার্ডের চপার, নিখোঁজ ৩
আরব সাগরে একটি ট্যাঙ্কার থেকে এক আহত ক্রিউ সদস্যকে উদ্ধার করা। সেই উদ্ধারের লক্ষ্যে রওনা হয়েছিল কোস্ট গার্ডের এএলএইচ হেলিকপ্টার। এই এএলএইচ হেলিকপ্টার-ই আচমকা আরবসাগরের বুকে আছড়ে পড়ে, এরপর থেকে হেলিকপ্টারে থাকা কোস্টগার্ডের ৩ সদস্যকে খুঁজে পাওয়া যায়নি। তাঁদের খোঁজে চলছে তল্লাশি। ভারতীয় কোস্ট গার্ডের তরফে জানানো হয়েছে, গুজরাতের পোরবন্দর থেকে ৪৫ কিলোমিটার দূরে এরব […]
আজ সুপ্রিমকোর্টে আরজিকর মামলা শুনানি
আজ, মঙ্গলবার আরজি কর মামলা শুনানি সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানির তালিকায় এক নম্বরে রয়েছে এই মামলা। সকাল সাড়ে ১০টায় বেঞ্চ বসার কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে বলে মনে করা হচ্ছে। মুখবন্ধ খামে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে। পাল্টা রাজ্যের তরফেও পরিস্থিতির কথা জানানো হবে।