ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি-র নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা ছিল অ্যাক্সিস ব্যাঙ্কের এক শাখায়। তবে সময় মতো সেই ভুয়ো অ্যাকাউন্ট শনাক্ত করতে পারেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আর এই অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকার বেআইনি লেনদেনও হয়েছে বিগত দিনে। এই আবহে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তরফ থেকে ১.৬৬ কোটি টাকা জরিমানা করা হল অ্যাক্সিস ব্যাঙ্ককে। এই নিয়ে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সংক্ষিপ্ত আদেশে বলা হয়েছে, অ্যাক্সিস ব্যাঙ্কের এক ম্যানেজার এই লেনদেনের ক্ষেত্রে বড় মাপের জালিয়াতি ও দুর্নীতি কেলেঙ্কারির অংশ ছিলেন বলে অভিযোগ রয়েছে।
Related Posts
সঙ্ঘকে দিয়ে আমলা নিয়োগ! মোদি সরকারকে এবার ‘Anti-Constitutional’ বলে তোপ রাহুল গান্ধীর
নরেন্দ্র মোদি সরকারকেই এ বার ‘Anti-Constitutional’ বলে বিঁধলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নেপথ্যে, ইউপিএসসি-র চাকরিতে পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগের খবর। নানাবিধ মন্ত্রকের ১০ জন যুগ্ম সচিব এবং ৩৫ জন ডিরেক্টর বা উপ-সচিবের মতো ৪৫টি বিশেষ পদে ল্যাটারাল এন্ট্রির কথা জানিয়েছে কেন্দ্র। এই সব পদে নিয়োগ হয় মূলত আইএএস, আইপিএস, আইএফএস থেকে। আচমকা […]
বিজেপি শাসিত মণিপুরে ফের চলল গুলি, উত্তপ্ত জিরিবামে মৃত ৫
ফের উত্তপ্ত বিজেপি শাসিত মণিপুর। শনিবার জিরিবাম জেলায় দু’গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন। ফলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে। মণিপুরে জঙ্গি নাশকতা সন্দেহে চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এ দিনও জঙ্গি ডেরার খোঁজে তল্লাশি চালিয়েছে মণিপুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ দল। ইতিমধ্যেই ধ্বংস করা হয়েছে […]
সংসদে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ ভেঙে পৃথক রাজ্যের দাবি জানালেন বিজেপি সাংসদ
পশ্চিমবঙ্গ ভেঙে পৃথক রাজ্যের দাবিতে সরব হলেন গ্রেটার নেতা তথা বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজ। বুধবার সংসদে এই দাবি তোলেন তিনি। অনন্তের দাবি, পশ্চিমবঙ্গ ও অসমে কোচবিহারের অন্তর্ভুক্তি বেআইনি, অসাংবিধানিক। এই আবহে অমিত শাহের উদ্দেশে অনন্ত বলেন, ‘স্বাধীনতার পর কোচবিহারের মানুষের প্রতি যে অবিচার হয়েছে, তা যেন শোধরানো হয়।’ এদিকে বিজেপির অপর এক রাজ্যসভা সাংসদ […]