মালদায় দুঃসাহসিক ডাকাতির পর পুলিশের সঙ্গে গুলির লড়াই শেষে গ্রেফতার ২

মালদায় গাজোলের সমবায় ব্যাঙ্কে ডাকাতি৷ সাত-আটজন দুষ্কৃতীর আগ্নেয়াস্ত্র, বোমা-গুলি নিয়ে ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়৷ ডাকাতদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ওই ব্যাঙ্কের ক্যাশিয়ার৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷ সেই ডাকাতদলকে পাকড়াও করতে গেলে ডাকাত দলের সদস্যদের সঙ্গে গুলির লড়াই হল পুলিশের৷ গ্রেফতার ২ জন৷ মালদা পুলিশ- ডাকাতদল গুলি বিনিময়। পুলিশের হাতে গ্রেফতার দুই ডাকাত। দুইজনের মধ্যে একজনের পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, গাজোলের সমবায় ব্যাঙ্কে ডাকাতি করার পরে প্রথমে দক্ষিণ দিনাজপুরের বংশীহাঁড়িতে পালানোর চেষ্টা তারা।

error: Content is protected !!