ঘূর্ণাবর্তের জের, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা জারি

বৃহস্পতিবার সকাল থেকে মেঘখলা আকাশ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বাংলাদেশে এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে উত্তর-পশ্চিম বিহার থেকে দক্ষিণ অসম পর্যন্ত এবং পাকিস্তান থেকে রাজস্থান, মধ্যপ্রদেশে এবং ঝাড়খণ্ড হয়ে অপর একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে কারণে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। এর মধ্যে বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেই উত্তরবঙ্গেই। তুলনায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে এর মধ্যে বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি,কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সময় উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আপাতত সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

error: Content is protected !!